![]()
হিন্দী ছবির এক নক্ষত্র মীরা নায়ার পরিচালিত ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত Salaam Bombay ছবিটি রিলিজ হওয়ার পর যারাই ছবিটি দেখেছেন তারা চোখের পানি ধরে রাখতে পারেননি।
মানুষ অঝোরে কেঁদেছে।থিয়েটার থেকে অশ্রুসিক্ত নয়নে বের হয়নি এমন মানুষের সংখ্যা ছিলো সত্যিই কম। বিশেষ করে ১২ বছর বয়সের Shafiq Sayed এর অসাধারণ অভিনয় মুভিপ্রেমী দর্শকদের হৃদয়ে বেঁচে থাকবে চিরকাল।
আজ ছবিটি দেখে আমার শরীরের রোম বারবার কাঁটা দিয়ে ওঠেছে।আর শেষ করার পর খুঁজতে লাগলাম কে এই অসাধারণ শিশুশিল্পী।মনে হলো এর বুঝি পৃথিবীতে জন্মই হয়েছে অভিনয়ের রাজমুকুট মাথায় নিয়ে চলচিত্র দুনিয়ার সম্রাট হওয়ার জন্য।
আর তারঁ এই তাক লাগানো জীবন্ত অভিনয়ের অসাধারণ কারিশমা শফিক শায়েদকে ১৯৮৮ সালের সেরা শিশুশিল্পীর মুকুট এনে দেয়।
![]()
শেষ দৃশ্যটি যদি কারো আরেকবার মনে আসে, তবে বুঝতে পারবেন কী ভাগ্য বিড়ম্বিত জীবন নিয়ে ওর জন্ম। ভাবতে অবাক লাগে ওর সত্যিকারের জীবনটাই সালাম বম্বে হয়ে গেলো। লাঠিমের মাঝে সুতো প্যাঁচানোর মতো তার সত্যিকারের জীবনটাই যেন আজ প্যাঁচিয়ে গেছে।
শ্রেষ্ঠ শিশুশিল্পীর মুকুট মাথায় নেয়া সেই শফিক শায়েদ আজ ইন্ডিয়ার এক অখ্যাত অটোরিকসা ড্রাইভার।
![]()
খ্যাতির চমক যেন বিদ্যুতের মতো এসে শেষ রাতের প্রদীপ সলতের মতো নিভে গেছে শুধু জ্বালানির অভাবে।
অনেকদিন পর তার আগের অসাধারণ অভিনয় শৈলীর সাথে আজকের ছবি মিলাতে গিয়ে আবার অশ্রুসিক্ত হলাম।সেদিন ছিলো চোখে মুগ্ধতার অশ্রু আর, আজ শুধু বেদনার অশ্রু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



