সময় বয়ে চলে
সুদীর্ঘ রেলের মতো একা একা।
লজ্জায় চুরমার প্রতিদিন
ষোল বছর পেরনো শ্যামলা মেয়েটা।
জ্যোৎস্নায় থৈ থৈ চারপাশ
পায়ের পাতায় জল, নুড়ি, স্তব্ধতা।
(১৫।০৬।২০১৩)
সময় বয়ে চলে
তুষার ঝড়ের ওপর পাল্টা শুল্ক বসানো যাবে না?

তোমাকে চাই,
চাওয়াটার ভেতরে অন্য কিচ্ছু নেই,
না কোন দাবি বা শর্ত।
শুধু এক কাপ চায়ের ধোয়ার আড়ালে
তোমার চোখে চোখ রাখা।
যদি পারো,
শেষ বিকেলের আলোয় আমার নামটা লিখ।
মুছে গেলে দোষ দিও না,
আমি জানি,... ...বাকিটুকু পড়ুন
জানুয়ারী শেষের পথে। নতুন বাড়ীতে একমাস হয়ে গেল। এখনো গুছানো হয়নি। প্রতিদিনের নিয়ম কানুন অনেকটা পাল্টে গেছে। সকালে অফিসে আসার সময় এত তাড়াহুড়া বাপরে বাপ। রেডি হয়েও কাজ করি। ঘর... ...বাকিটুকু পড়ুন
শরীয়া আইন প্রয়োগ করতে শরীয়া আইন জানা বিচার বিভাগ, সামরিক বাহিনী আর প্রশাসন দরকার। বাংলাদেশে শরীয়তী এতো সরকারী মানুষ কি আছে? আর, শরিয়া প্রয়োগ করার জন্যে যদি একটি রাষ্ট্রের... ...বাকিটুকু পড়ুন
