পাঠকদের জন্য ইনফরমেশান হচ্ছে:
১. সামহয়ারের মত উল্টা পাল্টা কোন ব্যান থাকবেনা
২. ব্যান করা হবে শুধু মাত্র (পর্ণ আর কুরুচিপূর্ণ কথা গালি গালাজ ইত্যাদির জন্য)
বিদেশী এই মডুরা, বাংগালী ব্লাগরদের দাবীর প্রতি কর্ণপাত না করলেও আমরা এগিয়ে আসলাম।
৩. কোন ইউজার ব্যান থাকবে না।
৪. সবাই সেফ ব্লগার হিসেবে থাকবেন।
৫. গেট আপ, মেকআপ, সিস্টেম সবই সামহয়ারের মতই হবে।
যাতে সামুর আট হাজার ব্লগার যারা এই নিয়মে অভ্যস্ত হয়ে গেছেন তারা যেন অন্য সিস্টেম না জেনেই এটা সহজে ইউজ করতে পারেন।
৬. বিজ্ঞাপন সামুর থেকে কিছুটা বেশি হতে পারে
৭. কোন ব্লগার নিজ পোস্টে যে কাউকে কোন ব্লক করতে বা কারো কমন্টে ডিলিট করে দিতে পারবে।
৮. আমরা কয়েকদিনের মধ্যেই কাজ শুরু করতে চাই।
যে কোন প্রকার তথ্য দিয়ে সহযোগীতা কারীরা সেই সাইটের উপদেষ্টা হিসেবে বিবেচিত হবেন। উপদেষ্টা প্যানেল থাকবে।
সাইটের নাম হতে পারে http://www.banglawritersforum.net
-------------------
সামুর ব্লগারদের কাছ থেকে যে পরামর্শ গুলো চাই।
১. এছাড়া অন্য কি নাম হতে পারে।
২. আমাদের বাজেট ঠিক আছে তো? ১৫ লক্ষ। ৫বছরের মেইন্টেনান্স সহ।
১৮ তারিখে তিনটি গ্রুপ আসছে। মিটিং হচ্ছে সিস্টেম সলিউশান সেন্টারে
তিনটি গ্রুপের চাহিদা নিম্নরূপ
গ্রুপ এ : এক বছরের মেইন্টেনান্স সহ মোট ব্যায় : ২.৫ লক্ষ টাকা
গ্রুপ বি : একই শর্তে ২.২ লক্ষ টাকা
গ্রুপ সি: ৫.০ লক্ষ টাকা।
তিনটি গ্রুপের অবগতির জন্য জানাচ্ছি যে, এই বিষয়ে আমাদের খুব বেশি অভিজ্ঞতা নাই। সর্বনিম্ন দরদাতা হওয়ার কারণে আমরা বি গ্রুপকেই কাজটা দিতে আগ্রহী। কিন্তু শর্ত থাকবে সাইট করার পর আমরা একটি বিদেশী বিশেষজ্ঞ টিম দ্বারা এটা এক্সামিন করবো। তারপর বিল পে হবে। এই শর্তে না আসলে পর্যায়ক্রমে গ্রুপ এ অথবা সি এর কথা আসবে।
ব্যান হওয়া সকল ব্লগারকে অগ্রিম আমন্ত্রণ।
http://www.opest.net
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১২ দুপুর ১২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



