সেই রাখালিয়া মেঠোপথ তেমনি আছে
এখনো দোয়েল ডাকে জানালার পাশে
শুধু তুমি নেই ~ যেমন ছিলে
হৃদয়ের বড়ই কাছে
সেই রাখালিয়া মেঠোপথ তেমনি আছে
এখনো দোয়েল ডাকে জানালার পাশে
শুধু তুমি নেই ~ যেমন ছিলে
হৃদয়ের বড়ই কাছে ~~~ হৃদয়ের বড়ই কাছে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
হয়ত তুমি ~ ভুলে গেছ ~ আমায় রাখনি মনে~~
তোমার কথা ~ মনে হলে ~ দু'চোখ ভাসে প্লাবণে~~~
হয়ত তুমি ~ ভুলে গেছ ~ আমায় রাখনি মনে~~
তোমার কথা ~ মনে হলে ~ দু'চোখ ভাসে প্লাবণে~~~
হারানো দিনের ~ স্মৃতিগুলো ~ এখনো ডাকে পিছে~~~
শুধু তুমি নেই ~ যেমন ছিলে
হৃদয়ের বড়ই কাছে ~~~ হৃদয়ের বড়ই কাছে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বুকের ভেতর ~ তোমার স্মৃতি ~ আজো আঁকে আল্পনা~~
সুখ যত ~ নিয়ে গেছো ~ দিয়ে গেছো বেদনা~~~
বুকের ভেতর ~ তোমার স্মৃতি ~ আজো আঁকে আল্পনা~~
সুখ যত ~ নিয়ে গেছো ~ দিয়ে গেছো বেদনা~~~
আমার চলার ~ পথ আজো ~ মরুতেই আছে মিশে~~~
শুধু তুমি নেই ~ যেমন ছিলে
হৃদয়ের বড়ই কাছে ~~~ হৃদয়ের বড়ই কাছে
সেই রাখালিয়া মেঠোপথ তেমনি আছে
এখনো দোয়েল ডাকে জানালার পাশে
শুধু তুমি নেই ~ যেমন ছিলে
হৃদয়ের বড়ই কাছে
সেই রাখালিয়া মেঠোপথ তেমনি আছে
এখনো দোয়েল ডাকে জানালার পাশে
শুধু তুমি নেই ~ যেমন ছিলে
হৃদয়ের বড়ই কাছে ~~~ হৃদয়ের বড়ই কাছে~~~
শিল্পির নাম, ঠিকানা, ফোন নাম্বার কিছুই জানিনা
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



