আমাদের দেশে এমনিতেই চাকুরি/ব্যবসার সুযোগ সুবিধা কম আর সেই প্রতিযোগিতায় টিকে থাকাও বেশ কঠিন। দরিদ্র দেশের সরল মানুষগুলোকে সেই সোনার হরিণ রাতারাতি ধরে দেয়ার মিথ্যা আশ্বাসের ফাঁদ ফেলে টাকা হাতিয়ে নিচ্ছে এই ডেস্টিনি ২০০০।
তবে দেশে শিক্ষিত/আধা শিক্ষিত খুব কম মানুষই আছে এখন যারা ডেস্টিনি ২০০০ লিঃ নাম না জানে। এর মাঝে ৯৯% মানুষই বুঝুক না বুঝুক, জানুক না জানুক মোটামুটি শিওর হয়ে গেছে ডেস্টিনি একটা প্রতারক প্রতিষ্ঠান।
শহরের মানুষ ডেস্টিনি চেহারা আগে ধরতে (ধরাও আগে খেয়েছে!) পেরেছে বলে ওদের প্রতারণার হাত গ্রামের দিকে প্রসারিত করেছিল। সেখানকার মানুষকেও ওদের চোষা প্রায় শেষ। কমিউনিকেশনের যুগে তথ্য আদান প্রদানও বেশ সহজ হয়েছে। আমি সামু পড়ে পড়েই ডেস্টিনির আসল রুপ টার ব্যাপারে জানতে পারি। মানুষের সচেতনতা বেড়েছে। তাই তাদের নতুন মানুষ (শিকার) পেতে সমস্যা হচ্ছে আগের মত। (ডেস্টিনির হাস্যকর প্রোডাক্টগুলো বিক্রি করা কখনই ওদের আসল উদ্দেশ্য ছিল না, নতুন নতুন মানুষকে টাকার বিনিময়ে রেজিস্ট্রেশন করায়ে তাদের বস্তা পচা পণ্য/সার্ভিস/ট্রেনিং গছিয়ে দেয়াই মূল উদ্দেশ্য আর তার সাথে গাল ভরা নামের নানা স্কিম আছেই!)।
ওদের একটা স্কিম আছে যা ৫/৬ বছরের দ্বিগুণের বেশি টাকা বানায় দিবে! মনে হয় অনেকটা ব্যংকের DPS এর মত। তবে তা দিতে হবে একবারে!! হায়রে!! আমার বিয়েতে বেকুব আঙ্কেলদের কাছ থেকে দুইটা পলিসি ২০,০০০.০০/= গিফ্ট হিসাবে পাই! তখন ডেস্টিনির বিষয়ে কোনই ধারনা ছিল না আমার যদিও। তবুও আমি চাইলাম যত দ্রুত সম্ভব টাকাগুলো ভাংগায়ে নিতে হবে! সেদিন ফোন দিয়ে জানতে পারলাম আমি এই টাকা ৫ বছরের আগে কোন ভাবেই ফেরত পাবো না। বললাম, ইন্টারেস্ট চাই না আসলটা ফেরত দিন, উত্তর - হবে না।
আমি ঐ ২০,০০০.০০/= টাকার আশা পুরা ছাইড়া দিছি!!
এখন সরকার এই টাইপ কো:গুলো বন্ধ করে দিলে নিশ্চই স্কিমের নামে ৫/৬ বছরের মেয়াদি পলিসির টাকা জীবনেও ফেরত দিবে না ('যুবক' এর কথা মনে আছে কি?)। অনেক মানুষ নিশ্চই গাল ভরা নানান প্রজেক্টে ডেস্টিনিকে লক্ষ লক্ষ টাকা এভাবে দিয়েছে।
এখন যদি সরকার ডেস্টিনি হুট করে বন্ধ করে দেয় তাহলে ওরা বলবে,
- ঝামেলায় পরছি,
- মামলা ঝুলছে (বন্ধ হলে নিশ্চই করবে),
- আমরা ভালই করতে গেছিলাম তোমাদের সরকারই প্যাচ লাগায়া দিছে, ইত্যাদি
(যদি ঐ সময় কাওকে খুজে পাওয়া যায়!)।
অর্থাৎ ডেস্টিনি ২০০০ লিঃ তড়িঘড়ি করে বন্ধ করে দিলে ওদেরই আলটিমেট লাভটাই হবে!
এটাই ওরা চাইবে ভবিষ্যতে। হয়তো বর্তমানে শুরু হয়েই গেছে ওদের গুটিয়ে নেয়ার ধান্দাবাজির মাষ্টার প্ল্যান!
প্রথম আলো:
এমএলএম কোম্পানির প্রতারণা বন্ধে আইন করার সুপারিশ
বাংলাদেশ প্রতিদিন:
ডেসটিনিসহ সব এমএলএম কোম্পানি বন্ধের সুপারিশ সংসদীয় কমিটির
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১০ রাত ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





