আবারো সাউথের মাসালা আর বলিউডি কলাকুশলী এই দুইয়ে মিলে ছবি পেয়ে গেল সর্ব ভারতীয় রূপ। প্রথম দিনেই ভালো ব্যবসা আবারো প্রমাণ করলো মাল্টিপ্লেক্সের দর্শকরা না বরং সিঙ্গেল স্ক্রীনের গরীব দর্শকরাই হিন্দী ছবির চালিকা শক্তি। তাই কাহানি অথবা পিপলি লাইভ এর মত ছবিগুলো যতই দিন বদলের গান শোনাক না কেন হিন্দী ছবি তার চকচকে খোলস থেকে বেরোতে সময় নেবে আরো অনেক দিন। যাই হোক বলছিলাম রাউডি রাঠোর এর কথা। ২০০৬ এ রবি তেজা অভিনীত একটি তেলেগু ছবির রিমেক এটি। এই ছবি নিয়ে বেশি বলার কিছু নেই । সেই অতিমানবীয় অ্যাকশন আর কাতুকুতু কমেডী। হালের লোকেরা যাকে বলে ফুল এন্টারটেইনিং!!! এন্টারটেইনমেন্ট ব্যাপার টা ব্যক্তি বিশেষে ভিন্ন সংজ্ঞা পায়। কেউ হয়তো পর্ন দেখেই সেটা পায় আর কেউবা হয়তো আপাত অর্থহীন নগ্নতা ভরপুর তথাকথিত আর্টফিল্ম দেখে।
যাই হোক যার জন্য এত শিবের গীত গেলাম তা হলো রাউডি রাঠোর কিন্তু এই তেলেগু ছবিটার প্রথম রিমেক নয়। এর আগে তামিল ,ওড়িয়া ও কর্ণাটক এর ফিল্ম ইন্ডাস্ট্রি তে এই ছবির রিমেক মুক্তি পেয়েছে। এমনকি কিছুদিন আগে পশ্চিম বাংলায় “ বিক্রম সিংহ -The LION is Back” নামে প্রসেঞ্জিতকে নিয়ে আরো একটি একই ছবির রিমেক মুক্তি পেয়েছে।
কিন্তু মজার ব্যাপার হলো এই ছবির আরো একটি রিমেক আছে । তা অনেকেই জানে না সেটা হলো মালেক আফসারী পরিচালিত প্র্য়াত নায়ক মান্না ও পুর্ণিমা অভিনীত ছবি “উলটা পালটা ৬৯”। আমি এই ছবি দেখেছিলাম ২০০৬ অথবা ২০০৭ সালে। কে জানে এটাই হয়তো তেলেগু ছবিটির প্রথম রিমেক ( অথবা নকল )। সেদিন ইউটিউবে পেয়ে গেলাম ছবিটা, সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই এত বিরক্তিকর প্যাচাল পাড়া।
আপনার চাইলে ইউটিউবে হয়তো পুরো ছবিটাই পাবেন। নষ্ট করার মত সময় থাকলে দেখে নিতে পারেন। ভারতীয় চলচ্চিত্র কেন দেখবেন যখন একই জিনিস দেশেই আছে ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ দুপুর ১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



