হরতালের দিনে কখনো রাস্তায় বের হওয়ার সুযোগ হয় নি। শুধু টেলিভিশনের পর্দায় হরতালের ধ্বংসাত্ত্বক চিত্র দেখছি আর হরতালকে ধিক্কার দিয়েছি। আজ একটি বিশেষ কাজে রাস্তায় বেরিয়ে ছিলাম। প্রতিদিনের মত বাস কাউন্টারে গিয়ে দেখি টিকেটম্যান ছাতার নিচে টিকেট নিয়ে বসে আছে। তেমন কোন মানুষের ভির নেই। টিকেট কেটে একটু অপেক্ষা করতে বাস আসল। দেখি বাসের অধিকাংশ সিটই খালি। বাস চলতছে আর আমি ভাবছি আজ কত সুন্দর একটা দিন। রাস্তায় কোন জানজট নেই, তেমন কোন শব্দ নেই।যদিও বেশিরভাগ দোকান বন্ধ, তারপরও কিছু কিছু দোকান খোলা। মানুষজনের কোন তাড়াহুড়া নেই। সবার সুশৃংখলভাবে রাস্তা পার হচ্ছে, বাসে উঠছে, বাস থেকে নামছে। সবখানেই যেন একটি শান্ত -শান্তি ভাব। আমর দু:শ্চিন্তা হচ্ছিল।হয়ত আমি যে অফিসে যাচ্ছি তা খোলা নেই। বেশী চিন্তা কারার সুযোগ না দিয়ে যেখানে যেতে প্রতিদিন আমার দুই থেকে আড়াই ঘন্টা লাগত, সেখানে আধা ঘন্টায় পৌছে গেলাম। এসময় আমার ইউরোপের দেশগুলোর কথা মনে হচ্ছিল।তবে কি ঢাকা শহর ইউরোপের মত জানজটমুক্ত, শব্দ দুষণমুক্ত, শুশৃংখল হয়ে গেল! ঢাকা শহর যদি হরতালের কারনে বসবাসের উপযুক্ত শহরে পরিনত হয় তবে ক্ষতি কি? হকনা তা একদিনের জন্য বা কিছুক্ষনের জন্য!!!!আর সে জন্য যদি এরকম হরতাল সারা বছর হয় তাই ভাল!!!!!!!!
বি:দ্র: লিখাটি সিরিসলি নেওয়ার প্রয়োজন নেই। কারন হরতালের খারাপ দিকগুলো আমরা সবায় জানি, কিন্তু মানি না।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১১ ভোর ৫:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




