পারিবারিক ভ্রমনে গিয়েছিলাম উত্তর মেরুর খুব নিকটবর্তী বরফের রাজ্যে। । বিমানের জানালা দিয়ে নিচ দিকে তাকিয়ে তাজ্জব বনে যাই। কি যেন দাড়িয়ে আছে, আর তার গোড়ায় সাদা সাদা কি যেন ছড়িয়ে দেওয়া। নিচে নামার পর দেখি আসলে দাড়ানো জিনিসগুলো গাছ। বরফ জমে সবখানে সাদা মাটির মত হয়ে আছে। হার কাপানো শীত। যেদিকে তাকায় শুধু বরফ আর বরফ। একটি গাছের ও পাতা নেই। মানুষ-জন নেই বললেই চলে। কোন যানজট, কোলাহল, শব্দ-দূষন কিছুই নেই। সমুদ্রের পানি জমে বরফ হয়ে আছে। যার উপর দিয়ে আমিবেশ কিছুক্ষন হাটলাম । একটি খোলা মাঠে ছোট ছোট কিছু বেবী বরফের মধ্যে খেলা করছে। মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস তামপমাত্রা। এর মধ্যে মধ্যে বেবীদের খেলা করতে দেখে একটু অবাকই হলাম। সবার হাতে একটি বা দুটি করে কুকুর। এক একটার সাইজ একেক রকম। কোনটা বিশাল সাইজ আবার কোনটা ছোট। কোনটা সাদা, কোনটা কাল আবার কোনটা লাল।
বরফের রাজ্যের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু ছবিগুলোর কি নাম দিব তা বুঝেতে পারছি না। তাই আপনাদের অনুরোধ করলাম ছবিগুলোর উপর্যুক্ত নাম প্রদান করতে।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১১ ভোর ৫:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



