নতুন করে একটা নিক খুললাম এবং একটা কিছু লিখতে চেষ্টা করলাম। কিন্তু লিখতে গিয়ে একি অবস্তা!!!!মাথার ভিতর হাজার হাজার আইডিয়া ঘুরপাক খাচ্ছে, অথচ সেগুলো লিখনির মাধ্যমে প্রকাশ করতে পারছি না!!! কি জন্ত্রনা!!! অবশেষে ছোট্র একাটা লিখা লিখলাম। পাঠক থেকে অতপরঃ ব্লগার হলা!!! ভাবলাম আমার লিখাটাকেউ হয়ত পড়বে না। আর পরলেও হয়ত নাক শিটকাবে। তাই দুরুদুরু বুকে পারদিন ব্লকটা খুলে অবাক হয়ে লক্ষ্য করলাম যে, অনেকেই আমার লিখাটা পড়েছে। সবচেয়ে মাজার বিষয় হল অনেকেই কমেন্ট করে ভালভাল লিখার জন্য উৎসাহ দিয়েছে।
সিনিয়র ব্লগারদের উৎসাহে আমি নিয়মিত লিখতে লাগলাম। কিন্তু দেখলাম আমার লিখাগুলো ব্লগের প্রথম পাতায় আসছে না। ভালভাবে লক্ষ্য করে বুঝলাম আমাকে সাত দিনের জন্য ওয়াচে রাখা হয়েছে যেন, আমি ফ্লাডিং করে ব্লগের পরিবেশ নষ্ট করতে না পারি। মন খরাপ হলেও ব্লগের নিয়ম মেনে ভবিষ্যতে আমার লিখা প্রথম পাতায় আসবে বলে ব্লগিং চালিয়ে যেতে থাকলাম।
অবশেষে সাতদিন অতিবাহিত হল। কিন্তু আমার আশার শিকে আর ছিরে না, আর আমার লিখা প্রথম পাতায় প্রকাশও হয় না। তবুও আমি দমে না গিয়ে ব্লগিং চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎ একদিন লক্ষ্য করলাম আমি ওয়াচ থেকে জেনারেলে উন্নীত হয়েছি এবং এখন আমি অন্যের লিখায় কমেন্টস করতে পারব। তবে আমার লিখা প্রথম পাতায় প্রকাশিত না হয়ে ক্রমান্বিত পাতায় প্রকাশিত হবে। তবে মডারেটরগন খুশি হলে আমার লিখা সংকলিত হিসেবে প্রথম পাতায়ও প্রকাশিত হতে পারে।
আমি তো মহা খুশি। এখন আমি অন্যের লিখায় কমেন্টস করতে পারছি। তাই দ্বিগুন উৎসাহে ব্লগিং শুরু করলাম। হঠাৎ একদিন লক্ষ্য করলাম আমি জেনারেল থেকে সেফ ব্লগারে উন্নীত হয়েছি। আমার খুশি আর ধরে না। সেদিন ছিল ইসলামিক দলগুলোর ডাকে হরতাল। আমি কোনদিন হরতালের দিনে বাহির হয় নি। কিন্তু সেদিন একটি বিশেষ কাজে বাসার বাহিরে গিয়ে শহরের যানজট মুক্ত, পরিবেশ দূষনমুক্ত বসবাসের উপযোগী ঢাকা শহরের নতুনরূপ দেখে অবাক হলাম। বাসায় ফিরেযদি সারা বছর এমন হরতাল হত!!!!! শীর্ষক একটি পোষ্ট দিলাম এবং লিখাটি প্রথম পাতায় দেখার জন্যঅপেক্ষা করতে থাকলাম।
কিন্তু আমার আশার গুড়েবালিতে রূপান্তরিত হলো। মিনিটের পর মিনিট যায় কিন্তু আমার লিখা আর প্রথম পাতায় আসে না। ভাবলাম হয়তো বিশেষ কোন কারনে লিখাটি প্রথম পাতার আসেনি, নিশ্চয় ক্রমান্বয়ে প্রকাশিত পাতায় এসেছে। সেখানে খোজ কারলাম। কিন্তু দু:খের বিষয় সেখানেও আমার লিখাটি খুজে পেলাম না। তাই বাধ্য হয়ে সমস্যাটি জানিয়ে সমাধানের আশায় সামুর ফিডব্যাকে রিপোর্ট করলাম । যেন পরবর্তীতে আমার লিখা প্রথম পাতায় প্রকাশ করে। কিন্তু বিধিবাম কে শোনে কার কথা!!! যা লাউ তাই কদু!!! আমার সমস্যা সমস্যায় বয়ে গেল।
ওয়াচ থেকে জেনারেল, জেনারেল থেকে সেফ হওয়ার পর থেকে গত কয়েকদিনে বেশ কয়েকটা লিখা পোষ্ট করলাম। বরফের রাজ্যে কয়েকদিন , না হয় ফাঁসির দড়িতে ঝুলতে হবে!!! ক্ষতি কি? পোষ্টগুলো প্রথম পাতায় প্রকাশ হবার কথা থাকলেও এখন পর্যন্ত একটি পোষ্টও প্রথম পাতায় প্রকাশ হল না। এব্যাপারে আবারও সমস্যা সমাধানে ব্লগের ফিডব্যাকে রিপোর্ট করলাম এবং মডুদের মেইল করলাম। কিন্তু দু:খের বিষয় আজও তার সমাধান হলো না!! আজও আমার লিখা প্রথম পাতায় আসল না।
তাই বিষয়টি সাধারন ব্লগারদের জানানোর জন্য বেশকিছু ব্লগারের পোস্টে গিয়ে লিংকসহ সমস্যাটি কমেন্টস আকারে পোষ্ট করতে থাকলাম। এতে অনেক ব্লগার বিরক্ত হয়ে আমি ফ্লাডিং করছি বলে অভিযোগ করল। জানি না তারা মডুদের কাছে আমার বিরুদ্ধে রিপোর্ট করেছে কি না? অনেকেই আবার আমার কষ্টের সাথে সহমত জানিয়ে সামুর টেকনিক্যাল সমস্যা বলে অপেক্ষা করতে বললেন। তাই সাধারন ব্লগারদের মতামত ও উপদেশ মাথায় রেখে আমি অপেক্ষা করতে থাকলাম, যদি এর মধ্যে সমস্যাটি সমাধান হয়।
ইতোমধ্যে আরো বেশ করেকজন ব্লগারও জানালো তাড়াও একই সমস্যায় পড়েছে। তাড়াও সেফ হওয়া সত্তেও তাদের লিখা প্রথম পাতায় আসছে না। আবার একই সময় দেখছি আমাদের পরে সেফ হয়েও অনেক ব্লগারের লিখা ঠিকই প্রথম পাতায় প্রকাশিত হচ্ছে। তবে সমস্যাটি কোথায়?
সমস্যাটি কি তবে টেকনিক্যাল না কি মডুদের মানসিকতার? তবে কি মডুদের আমাকেসহ আমার মত সমস্যাগ্রস্ত অন্যান্য গুটিকয়েক ব্লগারদের পছন্দ হয় নি!!!! নাকি ব্লগের প্রথম পাতায় লিখা প্রকাশের জন্য বিশেষ কোন যোগ্যতা লাগে? যেমন বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেনীতে প্রথম হওয়ার জন্য বুদ্ধি ও পড়াশোনা ছাড়াও বিশেষ কিছুর প্রয়োজন হয়!!!! যেমন বেসরকারী কোম্পানীগুলোতে প্রমশন পাওয়ার জন্য হার্ড ওয়ার্কিং ও টেলেন্ট ছাড়াও বিশেষ কিছুর প্রয়োজন হয়!!!! নাকি মডুরা গাজা/মড খেয়ে ঝিমানোর কারনে বিষয়টির প্রতি নজর দিতে পারছে না!!! নাকি মডুদের আমার লিখা পছন্দ হচ্ছে না।
সেফ হওয়ার পরও যদি লিখা প্রথম পাতায় প্রকাশ না করা হয়, তবে আমাকে সেফ করার প্রয়োজন কি ছিল? ওয়াচ বা জেনারেল ছিলাম তাই ভাল ছিল। তবু স্বান্তনা ছিল যে আমি তো আর সেফ না যে আমার লিখা প্রথম পাতায় প্রকাশিত হবে!!!! তাই আজকের পরও যদি আমার লিখা প্রথম পাতায় প্রকাশিত নাথয় তবে সামুকে ছালাম। হয়ত সামুর সত্তর হাজার ব্লগারের মধ্যে একজনের করুন বিদায়ে সামুর কিছুই যাবে আসবে না। তবে সামুকে ছারতে আমার খুব খারাপ লাগবে। গুড বাই সামু, গুড বাই এভরীবডি!!!!!
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১১ সকাল ১১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




