ভালো থেকো বন্ধুগন, আবার হয়তো চায়ের কাপে, পেগের সিপে, সিগারেটের ধোঁয়ায় কিংবা কোন বারবনিতার কোলে দেখা হবে।
রাতগুলো এভাবেই প্রসব করে যাবে রগচটা, নার্সিসিজমে ভোগা মানুষ
আর জনপদ মুখরিত হয়ে উঠবে শব্দবানে, গালিতে
কিংবা ভালো না বাসার অমৃত ঘামে।
রক্ত কখনো শীতল হয় না, শীতল হয় দেহ-
অবসাদের স্বেদে ঘোষণা দেয় বারংবার কুহকের মৃত্যু।
মানুষ বদলায়, বদলায় না তীর্থ
তারো বেশী অটল থাক আমাদের এই জিঘাংসা, ক্রোধ।
শুকরের বিষ্ঠা মেখে হাসিমুখে তবু সুন্দরের স্বপ্ন দেখাই
দেখি স্বপ্ন ফুঁড়ে বড়ো হয়ে ওঠে কয়েকটি হাত-
কালো যতই হোক না কেন, আমাদের বলতে হয়,
না বলতে পারার ভয়ে-
উঁ!
আসুন সমস্বরে বলি-
উঁ!
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



