মাত্র ফোনে কথা হলো। কোন শারীরিক টর্চার করেনাই। মেন্টাল হ্যারাস মেন্ট করেছে। জিজ্ঞাসাবাদ করেছে ব্লগিং ও ফেসবুকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সাথে জড়িত থাকার ব্যাপারে।
ডিবি একটু আগে তাকে ছেড়ে দিয়েছে। মূলত তার "প্রসঙ্গ- জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার বানিজ্যিকীকরণ" লেখাটাকে কেন্দ্র করেই একের পর এক তার বিরুদ্ধে নানান অভিযোগ হাজির করা হয় এবং শারীরীক নির্যাতন না করা হলেও সারা রাত নানা ধরণের অভিযোগ এনে মানসিক চাপে রাখা হয়। জাতীয় স্বার্থে ব্লগার-অনলাইন একটিভিস্টের কর্মীদের বিষয়ে খোজ খবর নেয়া হয়। তার বিরুদ্ধে ব্লগে এবং ফেইসবুকে সরকার বিরোধী উত্তেজনাকর লেখা লিখে জনগণের জানমালের নিরাপত্তা হুমকির মুখে ফেলে দেয়ার অভিযোগ এনে এর পেছনের সংশ্লিষ্টতা খুজে বের করার জন্য তাকে এতক্ষন আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
আসিফ ভাই এর মুক্তি, আন্দোলনের শক্তি!
৪টার সময় সমাবেশ হচ্ছে। আপনি আসছেন তো?
জাতীয় স্বার্থে ব্লগার-অনলাইন একটিভিস্ট
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




