যুক্তরাষ্ট্রে সততার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে এক ইহুদী র্যাবাই। নগদ ৯৮০০০ হাজার ডলার(বাংলাদেশি টাকায় ছিয়াত্তর লাখ চুয়াল্লিশ হাজার টাকা) পেয়ে প্রকৃত মালিককে ফেরত দিয়েছে র্যাবাই নোয়া মুরফ। তিনি যুক্তরাষ্ট্রের নিউ হ্যাভেনের একটি বেসরকারি ইহুদী স্কুলের শিক্ষক। কানেকটিকাটের এ ঘটনা সংবাদ মাধ্যমে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
![]()
উল্লেখ্য গত সেপ্টেম্বরে তিনি কিছু পুরানো আসবার পত্র কেনেন। আসাবার পত্রের সাথে একটি অফিস ডেস্ক ছিলো। দরজা ছোট হওয়ায় ডেস্কটিকে তার ঘরে ঢোকানো যাচ্ছিলো না। ডেস্কটির বিভিন্ন অংশ পার্ট বাই পার্ট খুলে ঢোকানোর চেষ্টা করে মুরফ। ডেস্কটির ফাইল কেবিনেটের ড্রয়ার ও ডেস্কের ওপরের অংশ খোলার পর টাসকি খান মুরফ। তিনি ও তার স্ত্রী ড্রয়ারের পিছনের অংশে প্লাস্টিক ব্যাগে মোড়া একটি বস্তু দেখতে পান। এভাবে খোলা না হলে সেখানে হাত দেওয়া অসম্ভব। মুরফ ও তার স্ত্রী বলেন, আমরা সিনেমাতে এসব দেখে থাকি।
![]()
এই সেই ডেস্ক যার মধ্যে ডলার ভর্তি ব্যাগ পাওয়া যায়।
ঘটনাটি মুরফ দম্পতি কে বাকরুদ্ধ করে দেয়। একটি প্লাস্টিক ব্যাগের ভিতর ১০০ ডলারের কয়েক বাণ্ডিল নোট। গুনে দেখা যায় ৯৮০০০ ডলার রয়েছে। যেদিন ডলার গুলোর উদ্ধার হয় সেদিন সন্ধ্যায় তারা ডেস্কের পুরানো মালিক প্যাটিকে ফোন করেন। প্যাটি সব শুনে অবাক হয়ে যান। ফোনে বলেন, তিনি তার উত্তরাধিকারের কিছু জিনিসপত্র ডেস্কে রেখেছিলেন। পরবর্তীতে তিনি সবকিছু ভুলে যান। ডেস্ক বিক্রির সময় তার মনেই ছিলো না এসব জিনিস বিক্রি করা ডেস্কের ভেতর রয়ে গেছে। পরের দিন প্যাটি তার পরিবার নিয়ে হারানো অর্থ ফেরত নেন।
উল্লেখ্য মুরফ ও তার বন্ধু প্যাটি নামক এক মহিলার কাছ থেকে পুরানো কিছু আসবার পত্র ক্রয় করেন। প্যাটি নিউ হ্যাভেনের বাসিন্দা। প্যাটি বলেন, আমি জানিনা এ পৃথিবীতে তোমার মত কয়জন এমন কাজ করবে। সততা বিরল দৃষ্টান্ত স্থাপন করলে তুমি।
পূর্বের পোস্ট গৃহহীনকে পাওয়া গেলো বিলাসবহুল হোটেলে !
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




