![]()
ক্রেন দিয়ে মার্কিন দূতাবাসের ব্যারিকেড উঠিয়ে নিচ্ছে ভারত
বাংলাদেশে যখন পতাকা নিয়ে গিনেজ রেকর্ডের আলোচনা চলছে। ঠিক সেই মুহূর্তে আমার মাথায় খেলছে আরেকটি বিশ্ব রেকর্ড বিষয়ে। সেটি ভারতের জন্য। খবরে শুনেছেন ভারতীয় ডেপুটি কনসাল জেনারেল দেবাযানী কোবড়াগেদেকে মার্কিন পুলিশ মার্কিন লোকজনের সামনে হাত কড়া পরিয়ে থানায় নিয়ে গিয়ে উলঙ্গ করে সার্চ করে। রাত ভর নেশাখরদের সাথে কারাঘারে রাখে। পরদিন দুই লাখ পঞ্চাশ হাজার ডলার মুচলেকায় জামিনে ছাড়া পান। অভিযোগ দেবযানী তার বাসার কাজের মেয়েকে কম বেতনে খাটাতেন। মার্কিন ভিসা ফরমে নাকি দেবযানী ওই মহিলাকে বেশি টাকা দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই যাই হোক মহিলা কূটনৈতিক সুযোগ সুবিধা পায়নি। অথাৎ আকাম করে দায়মুক্তি পাননি। এটাই ভারতের নাখোশ হবার কারণ।
এর আগে মার্কিন বিমান বন্দরে ভারতের রাষ্ট্রপতি একে আবুল কালাম আজাদকে উলঙ্গ করে সার্চ করে মার্কিন পুলিশ। এটি দুবার করে মার্কিন পুলিশ কালামের সাথে। এরপর একই ঘটনা ঘটে ভারতের বলিউড নায়ক শাহরুক খানের সাথে। তাকেও মার্কিন পুলিশ বিমান বন্দরে উলঙ্গ সার্চ করে।
প্রতিবার ভারত এসবের প্রতিবাদ জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি মার্কিন দাদাদের পদ সেবার কারণে। কিন্তু এবার এগিয়ে এসেছে ভারতের লোকসভা নির্বাচন। দেশপ্রেম দেখানোর মহা সুযোগ হাত ছাড়া করতে পারেননা ভারতীয় রাজনীতিবিদরা। অত্যন্ত নিম্ন মানের এক ভারতীয় কূটনীতিবিদের জন্য এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে কংগ্রেস বিজেপি রাজনীতিবিদরা।
তাইতো ১৭ ডিসেম্বর মঙ্গলবার মার্কিন প্রতিনিধিদের সাথে সাক্ষাত নাকচ করলেন কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধি ও বিজেপি চিরকুমার নেতা নরেন্দ্র মোদী। দেশ প্রেম দেখাতে গিয়ে তারা দিল্লিস্থ মার্কিন দূতাবাসের অতিরিক্ত পাহারা উঠিয়ে নিচ্ছেন। জানিনা এটা করে তারা আল কায়দাকে আক্রমণের সুযোগ করে দিচ্ছে কিনা। সকল ধরনের মার্কিন কূটনৈতিক সুবিধা উঠিয়ে নেয়া হচ্ছে। ভারতীয় বিমান বন্দর দিয়ে মার্কিন কূটনীতিবিদদের ভিআইপি পাশ প্রত্যাহার করে নিচ্ছে ভারত। শুল্ক বিহীন মদ আনার সুযোগ বন্ধ করে দিচ্ছে। এতেও শান্ত নয় ভারত। মার্কিন এম্বেসীতে কর্মরত ভারতীয়দের কত বেতন দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। তার হিসাব জানতে ও তদন্ত করতে সকল মার্কিন কূটনীতিবিদদের আইডি কার্ড জমা দিতে বলেছে ভারত। দেখা যাক পানি কতদূর পর্যন্ত গড়ায়।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




