ঘুম নেই দুই চোখে, আছে শুধু অবিশ্বাস
রাত ক্রমাগত বাড়ছে,বাড়ছে নিস্তব্দতা
মেঘের আড়ালে চাঁদ মামা লুকিয়ে আছে, তাই অন্ধকারের ঘনঘটা
জানালার ধারে দাঁড়িয়ে আলোছায়াময় অবারিত আকাশ দেখতে পাই
আমার মনের জমিনটাও ঠিক ঐ আকাশের মতই শুন্যতার হাহাকার।
এলোমেলো বাতাস বইছে, ছুটে চলেছে দু একটি গাড়ি,,রাস্তা ফাঁকা
আমার মনটা এই নিড়িবিলি অন্ধকারে কাকে যেন হাতড়ে বেড়ায়
সে হয়তো বা হারিয়ে গিয়েছে বা আছে কোন বন্ধুর কাছে
আমি আর আগের মত নেই, যেই মনে ছিল একরাশি নির্মল বিশ্বাস
সেই বিশ্বাসে ভাটা পড়েছে, শ্যাওলা জমেছে প্রচন্ড।
চঞ্চল বাতাস বইছে, আকাশে একটি তারাও নেই
বসে আছি একা, প্রতীক্ষার রাত গুনছি,
আমার পাশে আর কেউ-ই নেই
বাতাস আমার কানে কানে বলছে
ভয় কি তোমার ,,,আমি আছি, আছে আরো উদার আকাশ
এগিয়ে চল,,,,আমার মনের বিশ্বাসগুলো তাকিয়ে থাকে আকাশের দিকে
আকাশ বলে,,নিজেকে মেরো না, আমি আছি তোমার পাশে।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




