শেয়ার ক্যাচাল হলেই অনেকে নাক শিটকান। শেযার ব্যবসায়ীকে অনেকে ফটকা ব্যবসায়ী বলে থাকেন! যত জঘন্য চোখেই এই ব্যবসাকে দেখেন না কেনো এ ব্যবসা করানোর জন্য সাধারন মানুষকে ডিএসই ব্যপক প্রচার প্রচারণা চালিয়ে এ ব্যবসায় নামিয়েছে। ৯৬ এর ধস পর অনেকে এ পথে আর পা বাড়াতে চাননি। পুনরায় তাদের প্রচারণায় আমার মত অনেকেই আজ ব্যপক লসে আছেন। আমার নিজের টাকা দেখে গায়ে লাগছে না! ভালো চাকুরী করি মাস শেষে ভালো বেতন পাই টের পাচ্ছি না!কিন্তু যারা ব্যাংক লোন বা ধার নিয়ে ব্যবসা শুরু করেছিলেন ভাবুনতো তাদের কথা!মাঝে মাঝে শেয়ার নিয়ে কৌতুক করি, বর্তমান কৌতুক করি "দোস্ত বিয়ের পর প্রতিবছর কোম্পানী শেয়ারের যে লভ্যাংশ ঘোষনা করবে তা দিয়ে বউয়ের জন্য ১০০ লিচু কিনে নিয়ে যাবো, বউ যদি জিজ্ঞাসা করে তুমি না বেতন পাও নাই লিচু আনলা কোথা থেকে? বউকে বলবো জুয়ান কালে শেয়ার কিনছিলাম প্রতিবছরই লভ্যাংশ পাই তা দিয়েই ১০০ লিচু কিনে আনলাম
আজকে এক ব্লগার ভাইয়ের শেয়ারে লস খেয়ে কিডনি বিক্রির সিদ্ধান্তে নিজেকে ধরে রাখতে পারলাম না!
তার কিডনি বিক্রয়ের প্রোফাইল -একটি কিডনি বিক্রি হবে
*বয়স ২৪ বছর।
*কখনও ধুম পান করিনি।
*কোন ধরনের বাজ নেশা নেই।
*বড় ধরনের কোন অসুখ হয়নি।
*ব্লাড গ্রুপ এ+
কিডনি বিক্রির ব্যাপারে আমার সিদ্ধান্তই চুড়ান্ত বলে গন্য হবে।
যোগাযোগ : ০১৫৫৫০২৪৫১
তার প্রোফাইলে শুধু শেয়ার আর শেয়ারের কথা.(১) শেয়ার কথা..(২)ব্যবসা যদি করতেই হয়, তাহলে শেয়ার ব্যবসা-ই করব।আজ সেই শেয়ারই তাকে এত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
দু'চোখের পানি ধরে রাখতে পারলাম না। তার লেখার এক কমেন্টস এর উত্তরে-লেখক বলেছেন: এখানে দোস আমারই কারন আমি আম্মুকে বলেছিলাম আমার তেমন লস নেই, তাই এখন আম্মু বলছে যা লস হয়েছে তাতোহয়েই গিয়েছে বাকি যা আছে তা তুলে দিতে।আমি ভেবেছিলাম সুধু সুধু বাসার সবাইকে টেনশনে রেখে লাভ কি... মার্কেটতো ভাল হয়েই যাবে। কিন্তু এর মাঝে (এই খারাপ মার্কেটে) আমি অন্য যাদের কাছ থেকে টাকা এনেছিলাম তার সবই ফিরিয়ে দিতে হয়েছে। এখন আমার হাতে সামান্য কিছু টাকা আছে। মার্কেট ভাল হলেও সেটা দিয়ে আর আগের অবস্থানে ফিরে যাওয়া যাবেনা। যদি এই অবস্থায় সাবার টাকা না দেওয়া লাগত তাহলে হয়ত কিছু দিন অপেক্ষা করলে হত...।উদাহরন, ধরুন আপনি ২০লক্ষ টাকা ইনভেস্ট করেছিলেন।
এর মধ্যে আপনার পরিবারের থেকে ১০লক্ষ এবং বাকি ১০ লক্ষ অন্য মাধ্যম থেকে। এখন সেই ২০ লক্ষ টাকার শেয়ার হয়েছে ১৩ লক্ষ টাকা। এই অবস্থায় আপনার ধারকরা ১০লক্ষ টাকা সবাইকে ফিরিয়েদিতে হল। তাহলে আপনার হাতে থাকল মাত্র ৩ লক্ষ টাকা।
তো এবার একটু ভেবে বলুনতো এই ৩লক্ষ টাকা আমি কিভাবে আম্মু হাতে তুলে দেই। যেখানে সে জানে বেশি হলে ১ থেকে দেড় লক্ষ টাকা লসে আছি।
আর অপেক্ষা করলেও কি এই ৩লক্ষ টাকা সেই ১০ লক্ষ টাকার কাছে যাবে?
হ্যা, যেতে পারত যদি সাবার টাকা এই মুহুর্তে আমার দেওয়া না লাগত।
আগে ভাবতাম শেয়ার ব্যবসা করে আবার ফকির হয় কিভাবে? একটা শেয়ারতো আর ০ টাকা কখনও হবেনা। এখন বুঝি কিভাবে ফকির হয়।
লিখেই ফেললাম নিজের লসের কথা
লেখকের জন্য সহানুভূতি আর শুভকামনা করা ছাড়া আর কিইবা করার আছে আমাদের!
ব্লগার- শেয়ার কথা.. পোষ্ট -একটি কিডনি বিক্রি হবে
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১১ রাত ১২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



