আমার নিজস্ব একটা বানী আছে, "ইন্ডিয়ানরা ইন্ডিয়ান, পাকিস্তানীরা পাকিস্তানী কিন্তু একজন বাংলাদেশী সব সময় বাংলাদেশী নয়, তারা ভাদা এবং পাইক্যা"
কিছু কিছু ভাদারা পাকিদের খুবই বিরুধীতা কইরা পোস্ট দেয়। তানাগো কই আফনেরা দয়া কইরা ইন্ডিয়া যাইয়া ইন্ডীয়ান সাইটে ব্লগ লেখেন।
আমার তো মনে হয় ইন্ডীয়া পাকিস্তানরে সাহায্য করছে এই ক্রিকেটিয় রঙ্গলীলা করতে।
এতে ইন্ডিয়ার অনেক লাভই হয়েছে বটে। পাকিরা বাংলাদেশের বিপিএল এ আইবো না, ইন্ডীয়ান প্লেয়ারও নাই। ওরা তো মিশন কামিয়াব কইরা ফালাইছে।
এখন ভাদাদের পাকি নিয়া পোস্ট দিতে দেখি, আতচ ভাদা গো ভারতের কোন দোষ দরতে দেখিনা।
ইন্ডিয়ান এবং পাকিস্তানীদের সেলুট দিতে হয় এইজন্য যে, তারা নিজের স্বার্থটা বুঝে।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



