প্রধানমন্ত্রী হিসেবে কি সুবিধা কম পাচ্ছেন জাতির পিতার পরিবার ?পৃথিবীর সবচেয়ে গরীব একটি দেশের জনগণের টাকায় গ্যাস, বিদ্যুৎ, উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট, বেয়ারা, বাবুর্চি, মালি ঠিকাদার এসব সুবিধাগ্রহণ খুবই দৃষ্টিকটু আর নীতিবান সৎ নির্লোভ রাজনীতিকের মানায় না।
জাতির পিতার পরিবারের জন্য এই ধরনের সুবিধা কি সব দেশেই আছে ? আমার জানামতে এসব নেই। জনগনের নিরাপত্তার কোনই খবর নাই, রাজা রানী, উজির, নাজির গণ নিজেদের নিরাপত্তা নিয়ে ব্যস্ত। সত্যি সেলুকাস। কি বিচিত্র এই দেশ!পৃথিবীর আর কথাও এমন নজির নাই। এতকিছু ঝামেলা না করে উনাদের রাজপরিবার ঘোষনা দেয়া হোক।ইংল্যান্ডের মত..তাহলে ব্যাপারটা বুঝতে সহজ হয়। পত্রপত্রিকায় যেভাবে এসেছে সেভাবে না বলে বলা উচিত আওয়ামী জাতির পিতার পরিবারের জন্য সকল বিশেষ সুবিধা। আমরা জাতির কেউ না, তাই আমাদের নিরাপত্তা নাই। লোল
মুল খবরে বলা হচ্ছে - জাতির পিতার পরিবারের জন্য ১৯ বিশেষ সুবিধা। এই দেশ, দেশের যা কিছু আছে, বলির পাঠা জনগণ , সবইতো তাদের জন্য উৎসর্গীকৃত। ১৯ অথবা ২৯ কোন ব্যাপার না। যেহেতু তিনি জাতির পিতা এবং আমরা জাতি, সেহেতু আমরা সকলেই পুত্র এবং কন্যা; তাহলে আমাদের নিরাপত্তাটা তো এই সুবিধা কোটায় পরা উচিত। আমরা আমজনতা কি জাতির পিতার পরিবারের সদস্য না? আমাদের নিরাপত্তা কে দেবে?
তাঁদের জন্য বরাদ্দ কিংবা মালিকানাধীন বাড়ির প্রয়োজনীয় মেরামত, সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণের জন্য গণপূর্ত অধিদপ্তর কর্তৃক ব্যবস্থা গ্রহণ, পরিবার-সদস্যদের জন্য একজন করে ড্রাইভার ও পেট্রলসহ গাড়ি প্রদান। সরকারি খরচে টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সুবিধা, দেশে এবং প্রয়োজনবোধে বিদেশে সরকারি খরচে চিকিৎসার ব্যবস্থা করা। পাশাপাশি সরকারি খরচে একজন ব্যক্তিগত সহকারী, দুজন বেয়ারা, একজন করে বাবুর্চি, মালি ও ঠিকাদার প্রদানের ব্যবস্থা ।
তেলের মাথায় মারো তেল ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





