প্রথমে আমরা লা'নত মানে কি তা জেনে নেই।
লা'নতের মানে হচ্ছে বিতাড়িত হওয়া বা অভিশপ্ত হওয়া।
সুতরাং জেনে নিন কাদের উপর আল্লাহ ও তাঁর রাসূল (সা.) এর লা'নত:
এক-দুইঃ ইবলীশ এবং তার সাঙ্গ-পাঙ্গঃ
আল্লাহ বলেনঃ "তারা আল্লাহকে ছেড়ে নারীর পূজা করে এবং শয়তানের ইবাদাত করে। আল্লাহ শয়তানকে লা'নত করেন। শয়তান বলল আমি অবশ্যই আপনার বান্দাহদের মধ্য হতে নিদৃষ্ট অংশ গ্রহণ করব।" (সূরা আন-নিসা: ১১৭-১১৮)।
উল্লেখ্য, মানুষ আল্লাহর যিকর করলে শয়তানের কূন্ত্রনা থেকে মুক্তি পেতে পারে।
তিনঃ যাক্কুম বৃক্ষঃ
যাক্কুম বৃক্ষ হচ্ছে দোযখবাসীদের জন্যে কাটাযুক্ত একপ্রকার গাছ। এটি আল্লাহর লা'নত প্রাপ্ত। আল্লাহ বলেনঃ "আর যখন আমি বললাম, আপনার প্রভু মানুষদেরকে পরিবেষ্টন করে রেখেছেন এবং যে দৃশ্য আমি আপনাকে দেখিয়েছি তা ও কোরআলে উল্লেখিত অভিশপ্ত বৃক্ষ (যাক্কুম) কেবল মানুষের পরীক্ষার জন্যে। আমি তাদের ভয় প্রদর্শন করি কিন্তু এতে তাদের অবাধ্যতা আরো বৃদ্ধি পায়।" (সূরা আল-ইসরা: ৬০)।
চারঃ জানোয়ারের সাথে সঙ্গমকারী ব্যক্তিঃ ...
(চলবে)
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



