৪. জানোয়ারের সাথে সঙ্গমকারী ব্যক্তিঃ
আল্লাহর রাসূল বলেনঃ "আল্লাহ সাত আসমানের উপর হতে সাত শ্রেণীর লোকের উপর লা'নত করেন.... এদরে মধ্যে এক শ্রেণীর লোক হল, যে জানোয়ারের সাথে সঙ্গম করে।" (তাবরানী ও হাকেম)
৫. জীবিত জানোয়ারের অঙ্গ কর্তনকারীঃ
এ সম্পর্কে রাসুল (সা.) বলেন: "যে জানোয়ারের তামছীল করে অর্থাৎ জীবিতাবস্থায় উহার হাত, পা, নাক, কান, ইত্যাদি কর্তন করে তার উপর আল্লাহর লা'নত। (বুখারী ও মুসলিম)
৬. জন্তুর মখমন্ডলে দাগানেওয়ালা ব্যক্তিঃ
এ সম্পর্কে রাসূল (সা.) বলেনঃ "যে ব্যক্তি জন্তু মুখমন্ডলে দাগ দেয় তার উপর আল্লাহর অভিসম্পাত।" (তাবরানী)
৭. হালাকার (কোন ধর্মীয় বৈঠাক) মধ্যখানে বসা ব্যক্তিঃ
গোলাকার হয়ে বসা কোন ধর্মীয় আলোচনা অনুষ্ঠানের মধ্যখানে বসা ব্যক্তির উপরও লা'নত। (আবূ দাউদ, তিরমিযী ও হাকেম)
৮. মদকে (শরাব) আল্লাহর লা'নতঃ
মদ ইসলামী শরীয়তে হারাম। তার পরও রাসূল (সা.) এর প্রতি লা'নত সম্পর্কে বলেনঃ "আল্লাহ লা'নত করেন শরাবকে (মদ), মদ পানকারীকে, যে উহা অন্যকে পান করায়, উহার বিক্রেতা, ক্রেতা, নিংড়িয়ে উহা তৈরীকারীকে। আরো লা'নত করেন উহার বহনকারীকে, যার নিকট উহা নিয়ে যাওয়া হয় ও যে উহার মূল্য পরিশোধ করে।" (আবূ দাউদ ও তিরমিযী)
উপরোক্ত হাদীস থেকে আরো যাদের প্রতি আল্লাহর লা'নত বলে প্রতিয়মান হয় তারা হলোঃ
৯. মদ পানকারী।
১০. যে অন্যকে মদ পান করায়ঃ
১১. মদ বিক্রেতাঃ
১২. মদ ক্রেতাঃ
১৩. যে মদ নিংড়িয়ে উহা তৈরী করে (প্রস্তুতকারী)ঃ
১৪. যে মদ সংরক্ষন করেঃ
১৫. মদ বহনকারীঃ
১৬. যার নিকট মদ নিয়ে যাওয়া হয়ঃ
১৭. যে মদের মূল্য পরিশোধ করেঃ
১৮. ১৯. ২০. ও ২১. সূদী কারবারে জড়িত ব্যক্তিবর্গঃ
(চলবে...)
(পর্ব-১ পড়তে এখানে ক্লীক করুন)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১০ রাত ৩:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


