গত ২৪ মে পত্রিকায় একজন অধ্যাপকের নিব্ন্ধ পড়ে আমি একটি লেখা পোস্ট করেছিলাম। লেখাটি এখানে আছে-http://www.somewhereinblog.net/blog/lutfur_blog/28954912#comments
দু'একজন ব্লগার বন্ধু আমাকে জানিয়েছেন- আমি না জেনেই বলেছি যে, বাংলাদেশে সোয়াইন ফ্লু বিস্তার ঠেকানো ক্ষমতা সরকারের নেই। অথচ যে কোন সচেতন ব্যক্তিই মনে করবে, সোয়াইন ফ্লু বিস্তা ঠেকানোর ক্ষমতা বাংলাদেশ সরকারের নেই। দেশবাসীকে নিরুদ্বিগ্ন রাখতেই একথা সর্বমহলে প্রচার করা হয়েছে। আসলে নিরুদ্বিগ্ন রাখার চেষ্টা করতে গিয়ে বরং আমাদের বিপদেই ফেলা হয়েছে। আমরা পর্যপ্ত তথ্য পাই নি- এই ভাইরাস থেকে বাঁচার জন্য আমাদের কি কি করা সম্ভব।
বাঁচার উপায় না জানিয়ে কেবল প্রচার করা হয়েছে যে, আমরা নিরাপদ। সরকার পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে।
আমি বলেছিলাম এরকম- কয়েকজন ডাক্তারকে এয়ারপোর্টে বসিয়ে রাখলেই তারা সোয়াইন ফ্লু বিস্তার ঠেকাতে পারবে না। আসলেই কি আমরা এই ভাইরাস বিস্তার ঠেকাতে পারবো? কেবল তো প্রথমবারের মতো ধরা পড়েছে। জানিনা, আমাদের ভাগ্যে এবার কি আছে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




