যাক, আমার এ যাবৎ পড়ার অভিজ্ঞতা থেকে বলছি, বাংলা সাহিত্যের সেরা দুটি কবিতার নাম- ১) বিদ্রোহী [কাজী নজরুল ইসলাম] এবং ২) কবর [জসীমউদদীন]
আমার বসকে একদিন বলেছিলাম, বাংলা সাহিত্যের সেরা দুটি কবিতা হলো বিদ্রোহী এবং কবর। বস বলেছিলেন, এটা কার কথা?
বললা: আমার।
বস হাসলেন। তবে আবৃত্তি করে শোনালেন অনেকগুলো কবিতা। তার আবৃত্তি সত্যিই সুন্দর ছিল। কিন্তু আমার সব সময় মনে হচ্ছে সেরা দুটো কবিতা বলতে ঐ দুটোইকেই বোঝায়। বিদ্রোহী এবং কবর।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



