পাবলিক vs প্রাইভেট ভার্সিটিঃ কোনটা সেরা ??
আমাদের বাংলাদেশিদের মাঝে কি একতা বলে কিছু আছে ?? আমার ১০০% মনে হয় নাই, কারন আমরা দেশে আঃলীগ vs বিএনপি বলে এক ভাই অন্ন ভাইএর রগ কাটি, মারামারি কাটাকাটি করে এবং শুধু তাই না, সেটা দেশের বাইরে গেলেও চলতে থাকে...বাইরে তাকালে দেখতে পাই, নিজেদের মাঝে যত মারামারি-কাটাকাটি থাকুক, নিজের দেশের জন্য সবাই এক এবং আমরা কিছু একটা হলে কেও নালিশ দিতে চলে যাই ভারত এবং কেও যাই আমেরিকা... অপ্রাসংগিক এই কথা টেনে আনার কারণ বলছি এখন। আমারা এই লিখার প্রধান কারন এই না যে, আমি বলবো কোনটা সেরা, কারন আমি জানি পাবলিক ভার্সিটি সেরা এবং তাও কেন লিখছি এই লিখা এখন বলছি...
আমি ২ মাস হলো ব্লগে আসলাম এবং খুব ভালো করে খেয়াল করে দেখলাম যে এই খানে আসলে আঃলীগ এবং বিএনপি থেকে বেশি কেচাল হয় ২ টা বিষয় নিয়েঃ
১। আস্তিক এবং নাস্তিকদের মাঝে
২। পাবলিক এবং প্রাইভেট ভার্সিটির মাঝে...
শুধু একজন কিছু লিখলেই হলো, লিখার কারন না বুঝে একপক্ষ অন্ন পক্ষের উপর ঝাপায় পডে এবং কি করে অন্ন মানুষ এবং তার সবকিছু নগ্ন করবে সেটার জন্য সবকিছু করবে... আমি মাঝে মাঝে পাবলিক এবং প্রাইভেট ভার্সিটি নিয়ে কিছু লিখা পডি এবং ১০০% সময় দেখি পাবলিক ভার্সিটির একদল ঝাপায় পডবে (সেখানে পাবলিক ভার্সিটি নিয়ে কিছু বলা হোক বা না হোক)। কিছুদিন আগে একটা প্রাইভেট ভার্সিটির নিজেদের একটা সমসসা নিয়ে লিখলাম এবং সেখানে পাবলিক ভার্সিটি নিয়ে কিছু না বলার পরেও অবাক হয়ে দেখলাম একদল সেটাকে কি করে অন্নদিকে ঘুরায় নিয়ে গেলো, যেনো তাদের নিয়ে খারাপ কিছু বলা হয়েছে...
আমি নিজে সবসময় মনে করি যে, বুয়েট এবং পাবলিক'এর সমকক্ষ কোন প্রাইভেট ভার্সিটি কোনদিন হতে পারবে না... প্রাইভেট ভার্সিটিগুলা নিতান্তই শিশু... এবং আমারো মনে হয় বেশিরভাগ প্রাইভেটের পোলাপান এই সত্য জানে এবং এইটাই বাস্তবতা কারন দেশের সবচেয়ে ভালো ছাত্র-ছাত্রী গুলা বুয়েট, বি আই টি এবং পাবলিক এ ভর্তি হয়।
তার মানে পাবলিক সেরা কিন্তু সেরা ভার্সিটি গুলার অনেকের আচরণ কিন্তু সেরাদের মতো হচ্ছে না কারন, যে সেরা তাকে কিন্তু ঢাক-ঢোল পিটায় বলতে হয় না যে সে সেরা কারন সবাই জানে সেই সেরা, কিন্তু সেরাই যখন বার বার বলবে যে, সেই সেরা ; তখন বাপারটা হাসসকর হয়ে যায়।
আমি নিজে বুয়েটে ঢুকতে পারি নাই কারন বুয়েট পরীক্ষায় আমি ওয়েটিং লিস্টে ছিলাম... তাই আমিও বুঝি অইখানে যারা পডে তারা কেমন ভালো ছাত্র এবং তাদের সাথে কারো তুলনা চলে না। ঢা'বি তেও আমার আমার সিরিয়াল ১৮০০ জনের পরে ছিলো "ক" ইউনিটে, তাই আমি বুঝতে পারি কত ভালো ভালো ছাত্র আছে। এবং আমি কেন, ১০০% প্রাইভেটের ছেলে-মেয়ে এইজন্নই কোনদিন বলতে পারবে না যে তারা পাবলিকের পোলাপান থেকে ভালো ছাত্র (যদিও কিছু কিছু বাচে বেশকিছু ভালো ছাত্র-ছাত্রী ভর্তি হয়, সেটা অনেকের কাছে ফানি মনে হতে পারে, কিন্তু সত্যি)!!
তাও যখনই দেখি ভার্সিটি নিয়ে কোন পোস্ট, আমি তখনি বুঝতে পারি যে, দরকার না থাকলেও পাবলিক এর একদল ঝাপায় পডবে এবং এক কথা বারবার বলে বুঝাতে চাইবে তারাই সেরা, যদিও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কেঊ তাদের সাথে কারো কম্পেয়ার করছে না...তাদের বলাও অপ্রয়োজন...
আমার সিনিয়র/জুনিয়রদের কথা বলবো না যে কে কোথায় কি করেছে না করছে, দেশে যারা এখন প্রতিস্টিত তাদের কথাও বলবো না, আমি আমার প্রাইভেট ভার্সিটির শুধুমাত্র আমার বাচের, আমার ডিপার্টমেন্টের (CSc 011/012) কিছু বন্ধুর কথা বলবো... আমার খুব ভালো কিছু বন্ধু এখন দেশের বাইরে ভালো ভালো জায়গায় জব করে [Abu Kabir Razib (Microsoft Canada), Ashraful Aziz (Sun Microsystems, Sydney, Australia), Mahbub Haque (Cisco Systems, Software Engineer, USA), Adil Akhter (Product Developer, SDL Tridion, Amsterdam, Netherlands), Saila (Dell, Canada), Apu Kumar & Rajib (২ জনই PhD Student, Ottawa University, Canada)] কিন্তু তারপরেও আমি বলবো যে তারা পাবলিকের ছেলে-মেয়ে থেকে ভালো ছাত্র ছিলো না কারন বুয়েট / বিআইটি / পাবলিক এ সুযোগ না পেয়েই তারা NSU তে ভর্তি হয়েছিলো... যদিও নিজেদের যোজ্ঞতায় এখন তারা ভালো অবস্থানে আছে... আমি ৪ বছর আগে নিজের পডাশুনা শেষ করার পরেও আজো বিসসাশ করি যে, বাংলাদেশের সবচেয়ে মেধাবীরা পাবলিক'এই যায় কিন্তু মেধাবীদের এরোগেন্ট আচরণ সত্যি অবাক করে তুলে আমাকে কারন তাদেরতো কেও বলছে নাযে তারা খারাপ... অথবা তাদের শিক্ষা প্রতিস্টান নিয়েও কেও কিছুই বলছে না...তারা ভালো উপদেশ দিতে পারে কিন্তু সেটা না করে তারা শুধু খারাপই বলে যায় এবং খারাপটাই দেখে যায়...
বিভিন্ন পোস্টে তাদের লিখা পডলে অবাক হয়ে যেতে হয় কারন তাদের নিয়ে কেও কিছু না বললেও তাদের লিখনিতে যে খই ফুটে, তাতে মনে হয় কেও তাদের কোন জায়গায় চুল্কে দিয়েছে। আরো অবাক হয়ে দেখি তাদের সেলফিশ আচরন। কেও কেও বলেন যে প্রাইভেট নাকি বেকার সংখা বাডিয়ে দিয়েছে... যারা আজকে পাবলিক এ পডেন এবং কালকে তাদের ছোট ভাই যদি পাবলিক এ সু্যোগ না পায় এবং বিদেশ যাবার সামর্থ না থাকে, তাহলে কি তারা নিজেদের ভাইকে এইচ.এস.সি পাশ অবস্থায় বসায়ে রাখবেন নাকি কোথাও না কোথাও পডাবেন ?? সবার কি বাইরে যাবার সামর্থ আছে ?
দেশের একটা অংশ কোথাও সু্যোগ না পেয়ে প্রাইভেট এ যায় নিতান্তই নিরুপায় হয়ে, এবং সেটাই আমাদের পাবলিকের ভাইরা হজম করতে পারে না যে কেন তারা পডাশুনা করবে !! করলেও তাদের কথা হচ্ছে তারা কিছু না পডেই পাশ করে... ক্ষেত্রবিশেষে এই কথা সত্যি কারন সরকার গণহারে অনুমোদন দিয়েছে প্রাইভেটের, এবং এই জন্য ৩/৪ টা বাদে কারো পক্ষে মান-নিয়ন্ত্রন সম্ভব হচ্ছে না... কিন্তু এইটাতো সরকারের দোষ। এবং একটা কথা সবার মনে রাখবে হবে যে, এখনকার দিনে কোন বাবা-মা নিজের ছেলে-মেয়েদের কে এইচ.এস.সি পাশ করার পরে বসায় রাখবে না।
তারপরেও কেন এই হিংসা / ঘেন্না করা ?? কারন কি ? আগে আমাদের দেশের হাজার-লাখ ছেলে মেয়ে ভারতে চলে যেতো, এবং এখন এই হার অনেক কমে গেছে, কাদের ভালো হচ্ছে ?? দেশের কিছু ছেলে-মেয়ে পডাশুনা করার সুযোগ পাচ্ছে, এইটা অনেকেই ১৯৯২ এর পর ২০০৯ চলে আসলেও অনেকেই মানতে পারে না, কেন ?? একটা অংশ কি চায় দেশের বিরাট অংশ উচ্চশিক্ষা না নিয়ে বসে থাকুক ?? সরকার কি যে হারে ছাত্র বাডছে, সে হারে সরকারী ভার্সিটি খুলছে ??
আরো একটা কথা মনে পডে গেলো, যারা সরকারীতে পরে তারা ভালো এবং যারা বেসরকারীতে পডে তারা খারাপ, কিন্তু নিজের দেখা কিছু বাপার না বলে পারছি না... গ্রাজুয়েশনের পরে একটা বিরাট অংশ পাবলিক'এর ছাত্র-ছাত্রী প্রাইভেটে এম.বি.এ করে (এন.এস.ইউ তে এম.বি.এ তে আপনারা বুয়েট, ঢা'বি, আইবিএ, বি আই টি সব গুলায় গ্রাজুয়েশন করা ছাত্র-ছাত্রী পাবেন, ট্রাস্ট না করলে একটু খবর নিয়ে আমাকে গালি দিয়েন এবং এমন ewu, brac, iub তেও পাবেন) এবং প্রাইভেটের ছাত্র-ছাত্রীদের একটা অংশ সরকারীতে এম.বি.এ করে কারন তারা সেই সুযোগ পেয়ে যায় (আই.বি.এ-এম.বি.এ এবং ঢা'বি এম.বি.এ তে একটু খোজ নিয়েন)... এবং আমার প্রশ্ন হচ্ছে, যারা গ্রাজুয়েশনের পরে সরকারি থেকে বেসরকারীতে ভর্তি হয়, তারা কি তখন খারাপ ছাত্র-ছাত্রী হয়ে যায় ?? এবং যারা বেসরকারী থেকে সরকারীতে সুযোগ পায়, তারা কি তখন রাতারাতি ভালো ছাত্র-ছাত্রী হয়ে যায় ??
আমি আজকে এই পোস্ট না করে পারলাম না, প্রাইভেট ভার্সিটি আজ থেকে ১৫/১৬ বছর আগে যা চালু হয়েছিলো, সেটা নিয়ে অনেকের মাঝে এতো ঘেন্না সত্যি অবাক করার মতো... আসলে আমরা বড হই কিন্তু নিজেদের হারায় ফেলি বড হয়ে... আমরা যখন স্কুলে পডাশুনা করতা তখন কিন্তু এমন সরকারী স্কুল vs বেসরকারী স্কুল নিয়ে মারামারি-কাটাকাটি করতাম না, এবং এইটা কলেজেও করতাম না... কিন্তু দেশের সবচেয়ে বড শিক্ষা প্রতিস্টান এ আসে আমরা তাই করি যা আমরা পূর্বে করি নাই... কেমন করে কাকে ছোট করবো এইটাই হয়ে যায় আমাদের মূল উদ্দেশস...
আমি এই অযথা পোস্ট কেন লিখলাম ?? কারন সত্যি খুব অবাক হয়েছি ব্লগে এসে দেশের সবচেয়ে ভালো ছাত্র-ছাত্রীদের অবাক করা রিএকশন দেখে... ছোটবেলায় দেখতাম ভালো ছাত্ররা খারাপদের সহায়তা করে এবং এইখানে দেখছি ভালো শিক্ষা প্রতিস্টান এর ছাত্ররা ভালো উপদেশ দিবার বদলে উলটা কি করে পচাবে অইটাতেই বাস্ত থাকে...
সত্যি সেলুকাস, বিচিত্র এই দেশ...
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০০৯ রাত ২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




