.........................................।
নিচে একটা পরিসখান দেয়া আছে। এটা আমার সামু তে ব্লজ্ঞের পরিসংখ্যান। ৪ মাস এর বেশি হল এখানে আছি। সত্তি কথা বলতে সামু তে আমার এসে অনেক ভাল লেগেছে । এখানে লেখক বা লেখিকাদের যে সব লেখা দেয়া হচ্ছে তা আসলেই অনেক মান সম্পন্ন (আমারটা ছাড়া) । এখানে এসে যতটুকু পেয়েছি বা পাচ্ছি বা আরও পাব তা অনেক বেশি আমার কাছে । আমি আরও কিছু ব্লগ সাইট এ ব্লগিং করি। কিন্তু এর মধ্যে সামু আমার সবচেয়ে প্রিয় ব্লগ সাইট। অনেক কিছু শিখেছি বা এখন শিখছি এখান থেকেই।
ব্লগার পরিসংখ্যান
• পোস্ট করেছেন: ১৮টি
• মন্তব্য করেছেন: ১৪৯টি
• মন্তব্য পেয়েছেন: ৮৯টি
• ব্লগ লিখেছেন: ৪ মাস ৩ সপ্তাহ
• ব্লগটি মোট ২০৫০ বার দেখা হয়েছে
এবার অন্য কথা বলি। সামু তে আসার পর থেকেই লক্ষ্য করছি যে পোস্ট এ যে পরিমাণ মন্তব্য আসে তার থেকে বেশি পড়া হয়। তার মানে হল ব্লগ এর বেশিরভাগ ভাই আর বোনেরা লেখা পড়ে বেশি। তাদের মতামত জানায় কম । নিচে একটা পোস্ট এর পরিসংখ্যান দেখালাম।
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
• ৩টি মন্তব্য
• ৫৪বার পঠিত
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
• ২টি মন্তব্য
• ৬০বার পঠিত
৬০ তা না হক অন্তত ২০ / ৩০ টা মন্তব্য আসা করাই যায় ।
এতে করে কি হয়? লেখক এর লেখার ইচছা যেটা থাকে তা কমে যায়। ফলে ভাল ভাল লেখা পস্ত করতে সে বিরত থাকে। তখন সে কোন পোস্টে মন্তব্য করতে আর পোস্টটা দেখতেই পছন্দ করে। এটা আসলেই অন্ন রকম বেপার হয়ে যায় । কি বলেন আপনারা?
তাই আমাদের উচিৎ মোটামুটি যতজন ই লেখা পড়ি না কেন অন্তত একটা হলেও মন্তব্য করে যাই । এতে লেখক বা লেখিকা অনুপ্রানিত হবে এবং ভবিষ্যতে তার কাছ থেকে আরও ভাল লেখা আমরা পাব। যদি মন্তব্য টাও করতে ইচ্ছা না করে বা পরে করবেন বলে আর করলেন না তাহলে ( + / - ) দিয়ে দিবেন। লেখা ভাল লাগলে (+) আর ভাল না লাগলে (-) দিবেন।
সবাই ভাল থাকবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




