চারিদিকে এখন একটাই আলোচনা। ব্লগেও ধুমসে আলোচনা চলছে এ নিয়ে। বলা যায় শীতের হিমেল হাওয়ার মাঝে নিজেকে খানিক গরম করে নেয়ার মত খবর। এতে শীত শীত ভাবটাও অনেকের কাছে কেমন জানি পানসে ঠেকছে। এ অবস্থায় কেউ হয়ত মেজাজ খারাপ করে আছেন আবার কেউ হয়ত খুশিতে বাকবাকুম। সে যাই হোক, এইবারের পোস্ট এ শীতটাকে আরো উপভোগ করে তোলার জন্য একবার ঢু মেরে যেতে পারেন।
আমরা সবাই জেনে গিয়েছি যে ইভা আপা World Cup 2011 উপলক্ষে ৩ দিন ব্যাপী যে অনুষ্ঠান হচ্ছে সেখানে গান গাইবেন। দেশের মান সম্মান ধুলোয় থুক্কু উজ্জ্বল করবেন। তার নাকি সারা দুনিয়া ব্যাপী জনপ্রীয়তা!!! সে নাকি কোকিল কন্ঠী গায়িকা!! এত প্রশংসা এত এত জনপ্রীয়তা কিন্তু কেন যে আপনারা তাকে পছন্দ করছেন না ?? আমি বুঝতে পারছি না!!!
কাক্কু দেখিয়ে দিয়েছেন বয়সটাই বড় কথা নয়। ৫০ বছরের বেশি বয়সের বুইড়া হইয়াও মধ্য ৩০ এর সুন্দরী বউ কি করে পাওয়া যায়!! বাহ!!
এইবার আসি অনুষ্ঠান প্রসঙ্গে। কাক্কু আবার মহা চাল্লু মাল। ATN বাংলাকে অবিরাম ইভার মুখ দেখানোর জন্য বা এই কথাকে স্বার্থক করার জন্য সে নানবিধ ফন্দি করতে পারে। সে গুলোই আসেন চিন্তা করে দেখি -
•ফ্যাশন শো এর আয়োজন করতে পারে যেখানে মূল আকর্ষন হিসেবে থাকবে আপু। সে নিজেই এখানে মুল পারফর্মার হিসেবে থাকবে।
•আপার এই রূপ এর রহস্য কি এ নিয়ে একটা প্রতিবেদন রাখা যেতে পারে।
•আপা কি করে কাক্কু কে তার মায়াজালে বন্দী করলো তা নিয়ে থাকতে পারে একটা ডকুমেন্টারী।
•অবিরাম শাড়ি প্রদশনী থাকতে পারে।
•ATN এর প্রডাক্ট এর সেল বাড়ানোর নতুন পন্থা হিসেবে আপাকে কাজে লাগাতে পারে। এতে লাভ আর লাভ ছাড়া আর কিছু হবে না।
•আপাকে কাক্কু ব্যক্তিগত জীবনে কতটুকু সুখে রেখেছে তার উপর একটা সাক্ষাতকারও থাকতে পারে।
•আম জনতাকে বিনোদনের সাগরে ভাসানোর জন্য এস এম এস এর মাধ্যমে একটা খেলার আয়োজন করা যেতে পারে। যেখানে যে সবচেয়ে বেশি এস এম এস করবে তার সাথে আপা সময় ডিনার করবেন।
•আর প্রাইভেট টাইম এর কথা এর আগের পোস্ট এই বলেছি।
•সবশেষে ভক্ত শ্রোতাদের কিছু বলার সুযোগ দেয়া হলে তার কাছে একটাই মিনতি করা যে সে যেন গান আর না গায়। এর বদলেও আপা অন্য ভাবে যে আমাদের বিনোদন দিতে পারে সেটা তাকে হাতে কলমে বুঝিয়ে দেয়া।
তারপরও জয় জয় জয় ইভা আপুর জয়।
বিঃদ্রঃ ইহা একটি ফান পোস্ট। কারো মনে আঘাত লাগার জন্য নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



