জানি, তুমি আসবে না আমায় দেখা দিতে
ভুল করে হলেও তোমার দৃষ্টি ফিরবে না,
মুঠোফোনে আসবে না তোমার কোন বার্তা
তারপরও বুঝে নিবো তুমি আমায় ভালবাসো।
তোমার শেষ কথাগুলো আজো আমার কানে বাজে
গোটা গোটা অক্ষরে সেই লেখা তোমার,
আজো আমার হৃদয়ে কাঁপন তোলে
তারপর ও ভালবাসি, আর তাই পথ চেয়ে রব বসে।
কোনদিন যদি দেখা হয়ে যায় তোমার সনে
ভুল করে হলেও তোমার সেই চিরচেনা মিষ্টি হাসিতে,
চোখের ভাষার সেই মধুর বানীতে
জানিয়ে দিয়ে জেয়ো মনের গোপন কোন ভাষাতে।
ব্যস, সেদিন এতটুকুই যথেষ্ঠ হবে আমার জন্যে
কিছুই লাগবে না সেদিন আর আমার,
কারণ আমার কাছে থাকবে তোমারই দেয়া অমূল্য দান
যা নিয়েই পরে থাকবো অনন্তকাল ব্যর্থ আশায়।
বিঃদ্রঃ আজ আমাদের সামু পরিবারের সবার প্রিয় ব্লগার জিসান - শা - ইকরাম ভাইয়ের ম্যারেজ ডে। উনার এই শুভ দিনে তাকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা। ভাইয়ার এই শুভদিনে আমার কবিতাটি উনাকে উৎসর্গ করলাম।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১১ সকাল ৯:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



