একটি সম্পর্ক এক দিন কিংবা ২ দিনে গড়ে ওঠে না। বিন্দু বিন্দু জলে যেমন সিন্ধু তৈরি হয় তেমনি প্রতিটা সম্পর্কই বিন্দু বিন্দু করে বিশাল কিছু হয়। হাসি কান্না আনন্দ বেদনা রাগ মান অভিমান সবই চলে সেই সম্পর্ক এর মধ্যে।
অনেক সময় আবেগের অতিসাজ্যেই হোক কিংবা ইচ্ছে করেই হোক, প্রেমিকারা চায় তার প্রেমিককে নিজের মত করে গড়ে নিতে। তার মানে হল তারা চান প্রেমিক যেন তার প্রায় সব কথা শোনে। আর এদিকে প্রেমিকও চায় প্রেমিকাকে খুশি রাখতে। যাতে কোনরকম ঝামেলা না হয়।
ব্যতিক্রমও আছে। অনেক প্রেমিক চান নিজের খেয়াল খুশি মত চলতে। প্রেমিকার কথা অনেক সময় তারা মেনে নিতে পারেন না। তখনই ঘটে আসল বিপত্তি। এইবার তাহলে আসুন জেনে নেই আপনার প্রেমিকার কোন কোন কথাগুলোর প্রতিউত্তরে আপনি কোন প্রতিক্রিয়া দেখাবেন না সে প্রসঙ্গে।
১। আমি চাই না তুমি অমুক মেয়ের সাথে মেলামেশা কর।
২। আমার খুব ইচ্ছে তুমি আমার বাসার সামনে প্রতিদিন সকালে এসে দাঁড়িয়ে থাকো।
৩। তোমার সাথে দেখা হলেই আমি যেন একটা করে গোলাপ ফুল পাই!
৪। বিয়ের পর আমরা সবাই একসাথে থাকবো (যদিও বাস্তবতা ভিন্ন)
৫। তুমি কি আমাকে বিয়ের পর মারবে?
৬। আমরা এখনকার মত বিয়ের পরও খুব ঝগড়া করবো (!)
৭। বিয়ের পর তুমি প্রতিদিন মশারি টানাবে, কাপড় ধুবে, রান্না করবে!
৮। আমি তোমার হাতে প্রতিদিন খাবার খাবো বিয়ের পর!
৯। আমি খুব বাচ্চা পছন্দ করি। আর তাই বছর বছর বাচ্চা নেবো আমি!
১০। বিয়ের পর আমার আম্মা আর ছোট ভাইকে আমাদের কাছে রাখবো!
১১। তুমি গাড়ি কিনছো না কেন এখনও?
১২। জানি, তোমার পরীক্ষা আগামীকাল। কিন্তু তারপরও তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছিল। তাই ফোন দিলাম।
১৩। আমার আম্মা বলছিল তোমার বেতন কত সেটা জানতে!
১৪। আমার না খুব কষ্ট। যদিও তুমি আমার খুব কাছে কিন্তু তারপর ও!
১৫। শীতের সকাল, ভোর ৫ টা, অ্যাই, উম্মম্মম্ম ! শুনো? একটু ওঠো। তোমাকে দেখতে খুব মন চাইছে। আমার বাসার সামনে চলে আসো এখনই।
ইত্যাদি এরকম আরো অনেক কথা আছে যা বলে শেষ করা যাবে না। কিন্তু পোস্ট এখানে শেষ করতে হচ্ছে। তবে এটা মাথায় রাখবেন যে মাথা গরম করতে যাবেন না এই সময়ে। তাহলে ক্ষতিটা আপনারই হবে।
ভাল থাকুন সবাই।
বিঃদ্রঃ ১টি এম ১৫৪ ধারা পরিবেশনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



