হ ম ম। ঠিকই ধরেছেন। আজ খেয়াল করলাম সামুতে ৩ বছর হয়ে গেল আমার। সময়টা অনেক দ্রুত চলে গেল মনে হচ্ছে। সামুতে রেজিস্ট্রেশন করার পরে প্রথম প্রথম সামুতে গুণী ব্লগারের সংখ্যা অনেক বেশী ছিল। এতে সামুর পাতা থাকতো জমজমাট। আস্তে আস্তে সেই সব ব্লগাররা চলে গিয়েছেন সামু থেকে কিংবা সেরকম ভাবে লেখেন না। সামুর সেই সময়টাকে অনেক মিস করি। তারপরও সামুতে এখন নিয়মিত ব্লগার, জনপ্রিয় ব্লগারের সংখ্যা কম নয়। তারাই এখন সামুর প্রাণ।
আমার প্রিয় ব্লগারের তালিকা খুব একটা ছোট নয়। তারপরও সামুতে এই ৩ বছরে যাদের পেয়েছি কিংবা যাদের লেখা ভাল লাগে কিংবা যাদের লেখা পড়লে অনুপ্রাণিত হই তার একটি ছোট তালিকা নিচে দিলাম -
১। শায়মা আপু
ওনাকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। সামুর ২০১২ সেরা ব্লগারের খেতাব হয়তো উনার কাছেই যাবে।
২। ডিস্কো বান্দর
সামুতে ইদানিং বেশ অনিয়মিত উনি। তবে উনার প্রতিটা লেখাই বলে দেয় কি পরিমাণ রসিক মানুষ তিনি। ডিস্কো ভাইয়ের লেখা অনেক মিস করি। আবার উনি নিয়মিত হবেন সেই কামনাই করি
৩। শহিদুল ভাই এর কবিতার ভক্ত আমি। খুব সুন্দর সুন্দর কবিতা লেখেন
৪। মনসুর ভাইডি কে অনেক মিস করি। সামুতে যখন প্রথম আসি তখন থেকেই ভাইডির সাথে আমার পরিচয়। সামুর একটা গেট টু গেদারে একবার দেখা হয়েছিল। ইদানিং বেশ অনিয়মিত উনি। মনে হয়ে কারাতে শিখতে বেশ ব্যস্থ সময় কাটাচ্ছেন তিনি
৫। সাবরিনা সিরাজী তিতির আপুর লেখা কবিতা গুলো পড়তে অসাধারণ লাগে। এবারের মত আগামী বারেও আপুর লেখা কবিতার বই বাজারে পাওয়ার আশা রাখি।
৬। চেয়ারম্যান০০৭ মাত্র দেড় বছরেই সামুর জনপ্রিয় ব্লগারদের খাতায় নাম লিখিয়েছেন। অসাধারণ সব রম্য লেখা উপহার দিয়ে সামুর পাতা এবং ব্লগারদের মন জয় করেছেন।
৭। নীল-দর্পণ এর রেসিপি পোস্ট গুলোর ভক্ত আমি। একটাও মিস করি না। মাঝে মাঝে তার কাছ থেকে কোন কিছু রান্না করার সঠিক কৌশল জেনে নিতে ভুলি না। কিংবা ও আমার কাছ থেকেও মাঝে মাঝে টিপস নেয়।
৮। নাফিস ইফতেখার নতুন করে বলার কিছু নাই।
৯। হাসান মাহবুব ভাই এর লেখা গল্পগুলোর অসম্ভব রকমের ভক্ত আমি। উনার লেখার হাত অসাধারণ।
এছাড়াও অনেকেই আছেন যাদের লেখা ভাল লাগে কিংবা আমার প্রিয় ব্লগারদের তালিকায় আছেন।
১। লিঙ্কনহুসাইন; রসবোধের অভাব নাই। যদিও একটু লুল
২। ইনকগনিটো
৩। অপূর্ন
৪। রাতুল_শাহ; আমার ফালতু পোস্টগুলোতে নিয়মিত কমেন্ট করেন
৫। নাসা’র মা; জামাই কত প্রকার ও কি কি জানতে চাইলে লেখাটা পড়ে আসতে পারেন।
৬। রেজোওয়ানা আপু
৭। মাহমুদা সোনিয়া আপু
৮। ফারজুল আরেফিন ভাই
আরো অনেকেই আছেন। কিন্তু সময় স্বল্পতায় দিতে পারলাম না।
আশা করি কোন একদিন আবার লিস্ট দিবো।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



