জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কোথিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।
নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। ২০১৫ সালটা হয়ে উঠুক আপনাদের জীবনে অনেক আনন্দময় সেই কামনাই করছি।
এই বছর বেশ কিছু নতুন বাংলা ছবি মুক্তি পেতে যাচ্ছে। ইউটিউব ঘেটে ঘেটে যেসব ছবি পেলাম তার একটা লিস্ট করার চেষ্টা করলাম। যতই সময় যেতে থাকবে ততই মুভির সংখ্যাটা বাড়তে থাকবে। আসুন তাহলে দেখে নেই।
১। রোমি / জুলিয়েট
২। গেইম
** চমক হিসেবে আছে প্রমিথিউস ব্যান্ডের বিপ্লবের প্রথম কোন ছবিতে অভিনয়।
৩। ছুঁয়ে দিলে মন
৪। ব্ল্যাকমেইল
৫। ৭১ এর মা জননী
৬। Warning
৭। Action Jesmine (কোন ট্রেইলার পাই নি। শুধু গানটা পেয়েছি)
আজ এই পর্যন্তই। আপনাদের জানা আরো কোন ট্রেইলার থাকলে এখানে পোস্ট করতে পারেন। ভাল থাকবেন সবাই।
গত মাসের শেষের দিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের ছেলে সালমান, উসমান হাদির সঙ্গে খু*নি ফয়সালের পরিচয় করিয়ে দেন। সেই সময় হাদিকে আশ্বস্ত করা হয়—নির্বাচন পরিচালনা ও ক্যাম্পেইনে তারা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন নতুন নকিব, ২১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৫৩
বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবেই
ছবি এআই জেনারেটেড।
ভিনদেশী আধিপত্যবাদের বিরুদ্ধে সত্যের বজ্রনিনাদে সোচ্চার হওয়ার কারণেই খুন হতে হয়েছে দেশপ্রেমিক আবরার ফাহাদকে। সেদিন আবরারের রক্তে লাল হয়েছিল বুয়েটের পবিত্র... ...বাকিটুকু পড়ুন
১০০% নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসছে, এবং আওয়ামী স্টাইলে ক্ষমতা চালাবে। সন্ত্রাসী লীগকে এই বিএনপিই আবার ফিরিয়ে আনবে।সেনাবাহিনী আর আমলাদের সাথে ডিল কমপ্লিট। সহসাই এই দেশে ন্যায়-ইনসাফ ফিরবে না। লুটপাট... ...বাকিটুকু পড়ুন