বিশ বছর আগে বাবা মারা গিয়েছে, সেই থেকে মা আমাদের তিন ভাই-বোনকে খুব কষ্ট করে মানুষ করেছেন, এখন মায়ের বয়স হয়েছে, আমার কাছে ছোট খাট আব্দার করে, আব্দার গুলিও কেমন জানি অদ্ভুত, যখন এই আব্দার গুলি করে আমার যে এত ভাল লাগে, মনে হয় ছোট বাচ্চার আব্দার। আর আমি চিন্তা করি আমার ছোট বেলায় এরকম কত আজগুবি আব্দার মায়ের কাছে করেছি.........
১। আমার মা সাদা পেষ্ট ছাড়া অন্য কোন রং এর পেষ্ট ব্যাবহার করবেন না, কেননা তাতে দাঁত লাল বা নিল হয়ে যাবে
২। আমার মা কাল শ্যাম্পু(সানসিল্ক) ছাড়া অন্য কোন শাম্পু ব্যাবহার করবেন না, কেননা তাতে চুল সাদা হয়ে যাবে
৩। আমার মা সাদা সাবান(লাক্স) ছাড়া অন্য কোন রং এর সাবান ব্যাবহার করবেন না, কেননা তাতে গায়ের রং নষ্ট হয়ে যাবে
৪। পরীক্ষা খারাপ হবে বলে পরীক্ষার সময় ডিম, আলু, রসগোল্লা মোট কথা গোল জাতিয় জিনিষ খাওয়া বন্ধ, আমার এক শিক্ষক খালু পরীক্ষায় শুন্য পেলে বলতেন বড় একটা ফুলকপি পেয়েছ, তাই ফুলকপি খাওয়াও বন্ধ।
৫। সূতী শাড়ি ছারা অন্য কোন শাড়ি পড়বেননা কেননা অন্য সব রকম শাড়ি বিদেশি
৬। ঈদের নামাজ পড়তে গেলে অবশ্যই চোখে সুরমা দিতে হবে
৭। আমার মা চাইনিজ খেতে গেলে শুধুমাত্র সূপ ও চিকেন ফ্রাই খাবেন
৮। কুরবানির সময় গরু হলে লাল/কাল এবং খাশি হলে কাল বাধ্যতামুলক
৯। গরুর দুধের সাথে গরুর গোস্ত এবং আনারস খাওয়া যাবেনা
১০। ঈদের দিন সকালে আমার মা গোসল করে নতূন শাড়ি পড়ে রেডি হয়ে থাকবে তারপর উনাকে ছালাম করে ঈদের নামাজ পড়তে যেতে হবে
আরও কত কি আছে মনে পড়ছেনা
সবাই দোয়া করবেন আমার মা যেন আমার কাছে আরোও বেশি বেশি তার অদ্ভুত আব্দার গুলি করতে পারে
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১২ সকাল ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




