সম্মানিত বলগার (বিশেষ ক্ষেত্রে নাস্তিক) মহুদয় গন আসসালামু আলাইকুম। ইদানিং লক্ষ করতেছি এইট পাস নামক একটা কথা ব্লগে ব্যাফুক প্রচার পাইতেছে। এই শব্দ নিয়া অনেকে হাসি - তামাশা করতেছে। অনেকেই এইট পাশ মানে বিশেষ এক ম্যাডেমকে বুঝাতে চাচ্ছে।
আমি আপনাদের সদয় অবগতির জানাচ্ছি যে, আমিও এইট পাশ একজন মূর্খ ছেলে। ভিবিন্ন সমস্যার কারনে আমি কোন মতে এইট পাশ করে কর্মক্ষেত্রে যোগদান করেছি। (সিরিয়াসলি)
জনাব এবং জনাবা, গন আমি আপনাদের অনোরোধ করব আজকের পর থেকে এই শব্দ ব্যাবহার করে দয়া করে হাসি তামাশা করবেন না, এই শব্দ ব্যাবহার করে বিশেষ কাউকে বিশেষায়িত করলে নিজেকে ছোট মনে হয়। নিজের প্রতি ঘৃণার সৃষ্ঠি হয়। অপমানিত বোধ করি। নিজের প্রতি আপেক্ষ হয়।
কেন আমার শিক্ষাগত যোগ্যতা একজন রাজাকারের দালালের সমান হল? আমার কি কোন মান সম্মান নাই ? (জাতির বিকেকের কাছে প্রশ্ন)
জনাব এবং জনাবাগন ,আশা করছি এই অমানবিক দিক বিবেচনা করিয়া আমার এই কথা গুলা বিশেষ বিবেচনায় রাখবেন এবং আজকের পর থেকে আপনারা উনার জন্য অন্য কোন বিশেষন ব্যাবহার করবেন ।
আর তার পরেও যদি আফনেরা এই শব্দ ব্যাবহার করেন তাইলে কইলাম খেলুম না। এইট পাশ হইছি দেইখ্যা কি আমার কোন মান সম্মান নাই ?
উল্লেখ্য, আমি নাস্তিক না, প্রমাণ স্বরুপ আমার সার্টিফিকেট প্রকাশ করালাম, টিপসই দেইখ্যা লইয়েন কইলাম
সনদপত্র অনুমতি ছাড়া কপি মারছি এস আর সজল ভাই কাছ থিক্কা, ভদ্রলোক দেখলে চেইত্যা যাইতে পারে।
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৩ ভোর ৫:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




