''লুঙ্গিকে অশ্লীল পোশাক বিবেচনা করে ঢাকার বারিধারায় লুঙ্গি পরিহিতদের প্রবেশ নিশিদ্ধ করা হয়েছে । এমনকি লুঙ্গি পরিহিত কোনো রিকশাওয়ালাও বারিধারা এলাকায় ঢুকতে পারবে না।'' (কয় কি হালায় ?)
হে বারিধারার বড়লোকগণ, তোমরা এসির ভিতর থাকো তাই লুঙ্গির বদলে ট্রাউজার পরিধান করো...
- তাই তুমি জানো না, ফ্যানের বাতাস লুঙ্গির নিচ দিয়া বাতাস ঢুকলে কতো আরাম লাগে !
- তুমি জানো না, লুঙ্গির ভিতর দিয়ে প্যান্ট পাল্টানোর কতো মজা !
- তুমি জানো না, লুঙ্গি পরে ক্রিকেট খেললে কেউ বোন্ড হয় না !
- তুমি জানো না, লুঙ্গি পড়ে গোছলের মজা !
- তুমি জানো না, মুসোলমানির পরে লুঙ্গিই পুরুষের ভরসা !
তুমি জানো না, লুঙ্গি পড়া নিয়ে কটু কথা আমার লুঙ্গানুভূতিতে কতোটা আঘাত করে..................
(ফেবু হতে সংগৃহিত)
উল্লেখ্য - আমি রাতের বেলা লুঙ্গি পইড়া ব্লগিং করি। এতদিনে আমার উপলব্ধি হইছে প্যান্টের বদলে লুঙ্গি পইড়া ব্লগিং করা ব্যাফুক মজা !!!
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৩ ভোর ৫:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




