কুরআনে হাদীস শব্দটির প্রয়োগ অনুসারে ও আভিধানিক দৃষ্টিতে এর অর্থ হলো- কথা, সংবাদ, বাণী, খবর, বর্ণনা, আধুনিক ইত্যাদি।
আল্লাহ কুরআনে এরশাদ করেছেন-
অর্থঃ তারপর তারা কোন কথাকে বিশ্বাস করবে- (আরাফ:১৮৫) (এখানে হাদীসের অর্থ এসেছে 'কথা' হিসেবে)
অর্থ: তোমর কাছে মূসার খবর এসেছে কি? (নাযিয়াত: ১৫) (এখানে হাদীস শব্দটির অর্থ এসেছে 'খবর' হিসেবে)***মিঃ ফারুক সাহেবের কথা অনুযায়ী যদি আমরা বলি, তোমার কাছে মুসার হাদীস এসেছে কি? আমরা সাধারণ ভাষাভাষীরা কিছুই বুঝতে পারবো না বরং বুঝবো মূসা (আলাইহি ওয়া সাল্লামের হাদীস আবার কি?)
অর্থঃ তবে তোমার রবের নেয়ামরে বর্ণনা কর (দ্বোহা:১১) (এখানে হাদীস শব্দটির অর্থ এসেছে 'বর্ণনা' করা হিসেবে)***মিঃ ফারুক সাহেবের কথা অনুযায়ী: তবে তোমার রবের নেয়ামত হাদীস!!!! বিষয়টি কেমন হয় মিঃ ফারুক সাহেব? মানুষকে বিভ্রান্ত করে মজা তাই না?
আরবী ভাষায় ব্যবহারের উদাহরণস্বরূপ বলা হয়ে থাকে:
অর্থঃ আমাদের কাছে আধুনিক ফার্নিচার পাওয়া যায়। (এখানে হাদীস শব্দটির অর্থ এসেছে 'আধুনিক' হিসেবে) ফারুক সাহেব অনুযায়ী যদি অনুবাদ করি তাহলে আসে "আমাদের কাছে হাদীস ফার্ণিচার পাওয়া যায়!! বুঝুন ঠেলা।
মহান আল্লাহ আমাদের শয়তান ও তার অনুসারীদের, বিভ্রান্তকারীদের, বিদআতীদের এবং শিরকপূর্ণ কথা, কাজ ও চিন্তা থেকে হিফাজত করুন। আমীন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





