কোন বিষয় নিয়ে কারো মতানৈক্য হতেই পারে, কারো লেখা আপনার পছন্দ নাও হতে পারে, হোক সেটা অনেক ভালো। হয়তো আমার চয়নের সে লেখাটি ভালো লাগেনি, আর ভালো লাগা না লাগা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি প্রকাশ করতেই পারি গনতন্ত্রের দেশে। সেটাও অন্যের সইতে পারার ক্ষমতাও থাকা উচিত।
সে নিয়ে একটা পোষ্ট দিয়েছিলাম হয়তো, হয়তো সেটা অন্যেদের কাছে অনুচিত ছিলো, আমার মতে সঠিক। ওই যে বল্লাম মতোবিরোধ থাকতেই পারে যে কারো যে কোন বিষয়েই। তাই বলে এমন ডাহা মিথ্যাচার করতে হবে?
যেখানে আমি ওই পোষ্টে কোন কমেন্টই করিনি, সেখানে কিভাবে চয়ন ভাই এমন ভাবে আমার নামে মিথ্যাচার করতে পারলো?? এটা কি একজন সিনিয়র ব্লগারের পরিচয়? শুশীল ব্লগারের এটাই কি পরিচয়??
এর বিচার চাই সামুর সকল ব্লগারের কাছে।
চয়ন ভাই আপনি সেই কমেন্টের জন্য আমার কাছে ক্ষমা চাইবেন যদি আপনি নিজেকে সম্মানি মনে করেন।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


