জীবন ও জীবিকার পদ্মা নদী
বাবুরহাটির পাশদিয়ে পদ্মার একটা চিকন ধারা বয়ে চলেছে। পদ্মার মাঝখানে চর পড়ায় এই সরু ধারার সৃষ্টি। এই পদ্মার ছবি কেমন লাগলো জানাবেন।
পদ্মা এখন
পদ্মার বুকে চাষাবাদ
গ্রামে প্রযুক্তির ছোঁয়া
টিনের চালে সোলার প্যানেল এবং সোলার এনার্জিতে চলা টেলিভিশনের এন্টেনা।
কালী বাড়ী
বাবুরহাটি হিন্দু প্রধান এলাকা। ছোট্ট এই গ্রামে ৪টা কালী বাড়ী দেখেছি (৩টার ছবি তুলতে পেরেছি), আরও কয়েকটা আছে শুনেছি।
শীতলা তলা
শীতলা তলার কথা অগে শুনেছি এই প্রথম দেখলাম।
নিঃসঙ্গ ঘোড়া
পদ্মার পাড়ে নিঃসঙ্গ ঘোড়া
কলার ছড়া
এটা নিজের তোলা প্রিয় ছবির মধ্যে একটা।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১১ রাত ৮:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




