ব্লগার জরিপ-২। আজকের প্রশ্ন, সোমালি জলদস্যুদের কবল থেকে নাবিকদের উদ্ধারে সরকারের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কী ?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বাংলাদেশী সমুদ্রগামী জাহাজ ‘জাহান মণির’ ২৫ জন নাবিক ও এক কর্মকর্তার স্ত্রীকে গত ৫ ডিসেম্বর জিম্মি করেছে সোমালিয়ার জলদস্যুরা। প্রায় ১৯ দিনের মত অতিবাহিত হলেও জিম্মি নাবিকদের মুক্ত করার ব্যাপারে সরকার কার্যত কোনো অগ্রগতি আনতে পারেনি।
বিশিষ্টজনেরা বলছেন, সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারনে নাবিকদের উদ্ধারে বিলম্ব হচ্ছে।
আপনি কী মনে করেন, নাবিকদের উদ্ধারে সরকারের উদ্যোগ যথেষ্ট ?
হ্যাঁ
না
মন্তব্য নেই
--------------------------------
গত পর্বের ফলাফল
ব্লগার জরিপের গত পর্বের প্রশ্ন ছিল, সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ আহূত ২৬ ডিসেম্বরের হরতালকে আপনি সমর্থন করেন কী ?
(১) বাহারুল ইসলাম বাহার বলেছেন: হ্যাঁ
(২) জানপরী বলেছেন: হ্যাঁ
(৩) ভাবসাধক বলেছেন: হ্যাঁ
(৪) মোঃ শরিফুল আলম বলেছেন: হ্যাঁ
(৫) আমিনুল০১ বলেছেন: হ্যাঁ
(৬) মুখ ও মুখোশ বলেছেন: হ্যাঁ
----------------------------------------------
(৭) দাদুভাই বলেছেন: না
(৮) শাহরিয়ার হোসেন বলেছেন: না
(৯) গ্রাম্যমানুষ বলেছেন: না
(১০) হাসানুর বলেছেন: না
(১১) জিসান শা ইকরাম বলেছেন: না
(১২) কাব্য কথা বলেছেন: না
(১৩) হিম১২৩ বলেছেন: না
---------------------------------------------
এছাড়া জরিপে অংশ নিয়ে কয়েকজন ব্লগার ২৬ ডিসেম্বরের হরতাল সম্পর্কে তাদের ব্যক্তিগত মতামত জানিয়েছেন। যা এখানে উল্লেখ্য করা হলো।
গ্রাম্যমানুষ বলেছেন:
ধর্মীয় শিক্ষা দিয়ে কিভাবে ২১ শতকের মোকাবেল করবেন? পাশ্চত দেশ গুলো তো ধর্মশিক্ষা-কে এড়িয়ে এত উপড়ে উঠল । সেখেত্রে আমাদের কি পিছনে হাঁটা উচিত?
নিউট্রন বলেছেন:
তাদের দাবি সমর্থন করি। হরতাল না
মুজিব রহমান বলেছেন:
হরতাল একটি গণতান্ত্রিক অধিকার। আমি পালন করবো কিনা সেটা আমার অধিকার। সরকারের লক্ষ রাখা উচিত যাতে দেশের সম্পদ নষ্ট না হয়। দলীয় কর্মী এবং পুলিশ যাতে হরতালকারীদের বাধা না দেয়; সেটাই গণতন্ত্র। মানুষ না চাইলে হরতাল হবে না। আমি ডাকলে তো আর হরতাল হচ্ছে না।
এস এইচ খান বলেছেন:
হরতাল অবশ্যই সাথে কাস্তে, লগী আর বৈঠা।
আউয়ামী নৌকা ঢাকার রাজপথে আটকে গেছেরে ভাই,
তাই লগি বৈঠা চাই।।
মোঃমিজানুর রহমান বলেছেন:
ইফার পরিচালককে অপসারণ করতে সরকারের সমস্যা কোথায়?উনি যে কাজটা করছে,তাতে,হরতালটা ঠিকনা ,কিন্তু ওনার ফাসি দাবি করি ,এবং বিচার না, হওয়া পর্যন্ত, ওলামাদের সকল কর্ম সুচী সমর্থন করি। হরতালটা কি জন্য ডাকা হল, তা কিন্তু লেখেননি যেট মনে হয় ঠিক হয়নি।
গত পর্ব দেখুন।
Click This Link
জরিপে অংশ নিয়ে আপনাদের মতামত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন সবাই।
১৬টি মন্তব্য ১৩টি উত্তর
আলোচিত ব্লগ
জামাত কি দেশটাকে আবার পূর্ব পাকিস্তান বানাতে চায়? পারবে?
অন্য যে কোন সময়ে জামাতকে নিয়ে মানুষ যতটা চিন্তিত ছিলো, বর্তমানে তার থেকে অনেক বেশী চিন্তিত বলেই মনে করি।

১৯৭১ এ জামাতের যে অবস্থান, তা নিঃসন্দেহে বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ সালে পাক ভারত যুদ্ধে ভারত বিজয়ী!

দীর্ঘ ২৫ বছরের নানা লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনা সহ্য করে যখন পাকিস্তানের বিরুদ্ধে বীর বাঙালী অস্ত্র হাতে তুলে নিয়ে বীরবিক্রমে যুদ্ধ করে দেশ প্রায় স্বাধীন করে ফেলবে এমন সময় বাংলাদেশী ভারতীয়... ...বাকিটুকু পড়ুন
ইন্দিরা গান্ধীর চোখে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ-ভারত-পাকিস্তান সম্পর্ক: ওরিয়ানা ফলাচির সাক্ষাৎকার

১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে ইতালীয় সাংবাদিক ওরিয়ানা ফলাচি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাক্ষাৎকার নেন। এই সাক্ষাৎকারে মুক্তিযুদ্ধ, শরনার্থী সমস্যা, ভারত-পাকিস্তান সম্পর্ক, আমেরিকার সাম্রাজ্যবাদী পররাষ্ট্রনীতি এবং পাকিস্তানে তাদের সামরিক... ...বাকিটুকু পড়ুন
=যাচ্ছি হেঁটে, সঙ্গে যাবি?=

যাচ্ছি হেঁটে দূরের বনে
তুই কি আমার সঙ্গি হবি?
পাশাপাশি হেঁটে কি তুই
দুঃখ সুখের কথা ক'বি?
যাচ্ছি একা অন্য কোথাও,
যেখানটাতে সবুজ আলো
এই শহরে পেরেশানি
আর লাগে না আমার ভালো!
যাবি কি তুই সঙ্গে আমার
যেথায়... ...বাকিটুকু পড়ুন
আগামী নির্বাচন কি জাতিকে সাহায্য করবে, নাকি আরো বিপদের দিকে ঠেলে দিবে?

আগামী নির্বচন জাতিকে আরো কমপ্লেক্স সমস্যার মাঝে ঠেলে দিবে; জাতির সমস্যাগুলো কঠিন থেকে কঠিনতর হবে। এই নির্বাচনটা মুলত করা হচ্ছে আমেরিকান দুতাবাসের প্রয়োজনে, আমাদের দেশের কি হবে, সেটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।