আমার এক বুর্জুগ বন্ধু যিনি অনেক সুন্দর সুন্দর কথা বলেন: গতরাতে তিনি জ্ঞানী আর অজ্ঞানীর এক বিশেষ র্বননা প্রসঙ্গে একটি ঘটনার র্বননা দিয়ে উদাহরন দেন :
একবার সক্রেটিস অথবা আইনষ্টাইন (এই রকম একটা নাম বলেন -যা এই মর্হুতে মনে নাই) যাহাকে সেই দেশের এক বিশেষ কমিটি "দেশের সেরা জ্ঞানী" হিসেবে ঘোষনা করেন। এই খবরটি উনি শোনার পর খবর দাতাকে উল্টো জবাব দেন - “নাহ্ আমি সেরা জ্ঞানী হতে পারিনা- তারা ভুল করছে- তাছাড়া এই কথাটি আমি নিজেও বিশ্বাস করতে পারছিনা”
যতবার উনাকে বলা হয় "খবর সত্য"- ততবারই উনি প্রতিবাদ সহ একই রকম জবাব দেন।
কিছুদিন পর আবারো উনাকে একই খবর একই সংবাদ দাতার মাধ্যমে জানানো হলে তিনি বলেন: “ হ্যাঁ আমিই "সেরা জ্ঞানী- আর অবশ্যই- এবং আমি এটা বিশ্বাসও করি।
এবার খবর দাতা প্রশ্ন করেন : কেন ? আপনি সেরা জ্ঞানী হবেন কেন ? আপনিতো বিশ্বাসই করতে পারছিলেন না যে আপনি “সেরা জ্ঞানী” আপনার এই বিশ্বাস পাল্টালো কি করে ?
এবার তিনি (জ্ঞানী) জবাব দেন: কোন মানুষই যে সেরা জ্ঞানী না.. এই কথাটা আমি বুঝি.. কিন্তু উনারা এই সত্যটা বুঝেনা - এই জন্যই আমি সেরা জ্ঞানী।
(বি:দ্র:- গতরাতে একটা পোষ্ট দিয়ে বেশী দর্শক পেলাম না তাই.. সবাইকে আমন্ত্রন)
এই পোষ্টটি দেখার জন্য: অন্য রকম দখলদারিত্ব: দেখুন আমি কেমন আছি....
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



