বাংলাদেশকে নিয়ে আমি স্বপ্ন দেথা ছেড়ে দিয়েছি অনেক দিন থেকে। কিন্তু তাই বলে একবারে চিন্তা না করেও পারিনা। কারন যত যাই ঘটুক দেশে তো বসবাস করতে হবে। কিন্তু দেশের দুই প্রধান দলের দুর্নীতি আর স্বেচ্ছাচারিতা যেই পর্যায়ে পৌছেছে তাতে দেশের ভবিষ্যতে কি এছে আল্লাহই ভাল জানেন। সম্প্রতি দেশের যেই কটি সমস্যা প্রবল আকার ধারন করেছ তা হল
১. বিদ্যুত সমস্যা
২. গ্যাস সমস্যা
৩. জানজট সমস্যা
৪. দ্রব্যমুল্যের উধ্র্ধ গতি
৫. আইন শৃংখলা সমস্যা
এই সব সমস্যার কোন আশু সমাধান আছে বলে আমার মনে হয় না। তবে কিছু পদক্ষেপ নিলে আমার মনে হয় আমার একটু স্বস্তি পাব।
১. বিদ্্যুত সমস্যার সমাধান তো প্রধানমন্ত্রী দিয়েছেনই । এখন শুধু বাস্তবায়ন। আমরা আপনার দিকে চেয়ে রয়েছি। এই জন্য প্রাইভেট সেক্টরের সাহায্য লাগলেও আমরা রেডি আছি।
২. গ্যাস সমস্যা সমাধানের প্রধান মাধ্যম হল নতুন কুপ খনন করা। আল্লাহ আমাদের অনেক গ্যাস দিয়েছেন মাটির তলে। এখন শুধু এগুলো ব্যবহার করতে হবে।
৩. মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আর বিমানবন্দর দরকার নাই। আপনার যদি নিজের বাবার নামে বিমানবন্দর নাম দিতে ইচ্ছা করে তবে শাহজালাল পরিবর্তন করেই দিন। আর এই অর্থ দিয় আমাদের জন্য পাতাল রেল আর উড়ো রাস্তা করুন। তাড়াতাড়ি।
৪. অসাধু ব্যবসায়ী কোন দলেরই লোক না। তাদের দমন করা আমাদের প্রধানমন্ত্রীর ২ মিনিটের ব্যাপার। আমরা শুধ তার কখন ইচ্ছা হয় সেটা দেখছি।
৫.আইন শৃংখলা সমাধান করা খুবই সহজ। আগের সেই র্যাবকে ফিরিয়ে আনুন। তাদের মধ্যে সত অফিসারদের ক্ষমতা ফিরিয়ে দিন। আর বলুন আমরা দেশকে বাচাতে চাই। এই জন্য যদি আমাকেও জীবন দিতে হয় তবে আমি প্রস্তুত আছি।
আর আমাদেরকে শুধু বলেন আমাদের কি করতে হবে? আমরা তো রেডিই আছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



