নববর্ষার রুপ দেখে কবি প্রিয়ার কাছে দূত প্রেরণের বাসনা নিয়ে লিখেছিলেন মেঘদূত। স্মরণ করেছিলেন মহাকবি কালিদাসকে,
"কবিবর, কবে কোন বিস্মৃত বরষে
কোন পুণ্য আষাঢ়ের প্রথম দিবসে।
লিখেছিলে মেঘদূত! মেঘমন্দ্র শ্লোক
বিশ্বের বিরহী যত সকলের শোক
রাখিয়াছে আপন আধাঁর স্তরে স্তরে
সঘনসংগীতমাঝে পুঞ্জীভূত করে।..."
প্রিয়ার কাছে তবে কোন বার্তা পৌছেঁ দেয়ার মানসে আমার এই অঞ্জলী?
হে অপরিচিতা,
গ্রহণ করো আমার এই অর্পণা
আজিকের এই প্রভাতের প্রথম কিরণ
মেঘময় আকাশ-
পৌষের শীতল পরশ,
দাবমান মেঘরথে
হে অপরিচিতা শুধু তোমার পরে।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ ভোর ৬:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




