স্বপ্নের বেলাভূমিতে -
এসে দাড়িয়েছি
পাশাপাশি হাত ধরা দুজন।
দিগন্তে পটে বসা সূর্য
সাগরের মুর্হুমুহু গর্জন।
গোধূলী রঙ্গে রাঙ্গা অসীম আকাশ
পানির কিনারায় তোমার স্বপ্ন-নাচন।
মোহিত আমার অপলক চেয়ে থাকা
নূপুরের রুনুঝুনু নিক্কণ।
তোমার ছন্দ, ঢেউয়ের তালে তালে
ফুরোয় অবশেষে, অস্ত যাওয়া সূর্যের সাথে
হাত ধরে আবার দুজনের ফিরে চলা।
স্বপ্ননৃত্যের পসরা সাজিয়ে
হয়তো অন্য কোনো দিন...
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ ভোর ৬:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




