বৃষ্টি: ওহে মেঘদূত ভায়া, কৈ যাও হে?
মেঘদূতঃ (ছুটন্ত মেঘরথ থামিয়ে) যাওয়ার কি আর শেষ আছে। এই দেখোনা সাত স্তরের মেঘ জড়ো করার কথা। কিন্তু এই পাজির মেঘগুলো কথা-ই শুনছে না। কিছুক্ষণ পরপর এদিক ওদিক ছুটে পালাচ্ছে। এদের সবগুলোকে এক করে তবেই না আমার স্বস্তি। জানোই তো বজ্রদেবতার আহারের ব্যাবস্থা না করলে উনি কি পরিমান নাখোশ হন। তা তুমি এতো সকাল সকাল এদিকে। কি মনে করে?
বৃষ্টি: মনটা বিষণ্ণ হয়ে আছে। তবে এখন তোমাকে পেয়ে ভাল লাগছে। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি?
মেঘদূতঃ কি?
বৃষ্টি: তোমার মেঘ নামের শেষে "দূত" কেন?
মেঘদূতঃ ওকি কথা! তুমি জানো না বুঝি।
বৃষ্টি: (অবাক হয়ে) নাতো!
মেঘদূতঃ আর বলো কেন! কালিদাস মশাই এর কাজ। মনের আনন্দে রামগিরির উপর দিয়ে ভেসে ভেসে যাচ্ছিলাম। উনি আবদার করলেন "যক্ষের" দূতগিরি করতে। আমাকে নাকি অলকায় যেয়ে "যক্ষের" প্রিয়তমা কে বার্তা পৌঁছে দেয়া লাগবে। আচ্ছা বলোতো দেখিনি আমাকে দেখে কি তোমার বার্তাবাহক মনে হয়?
বৃষ্টি: কক্ষণো না। কক্ষণো না। (বৃষ্টি জোড়ে মাথা নেড়ে বলে)
মেঘদূতঃ আরো কত কি আব্দার! সোজা পথে না গিয়ে রাজ্যের অলিগলির উপর দিয়ে নাকি যেতে হবে। পথে বজ্রদেবতাকে দিয়ে পাবলিককে ভয় ও নাকি দেখাতে হবে। মানে হয় এসবের? বজ্রদেবতাকে কি যেনতেন ভাবে বল্লেই চলে। তুমিই বলো?
বৃষ্টি: কক্ষণো না। কক্ষণো না। (বৃষ্টি আবারো জোড়ে মাথা নেড়ে বলে)
মেঘদূতঃ (আগের কথার রেশ টেনে) বিদ্যুৎ ভায়া কে খবর দিতে হয় আরো কত কি আয়োজন। কালিদাস মশায়ের বুঝার দরকার ছিল। ধুম করে বললেই কি অলকায় চলে যাওয়া যায়!
বৃষ্টি: তা এখন কি করবে?
মেঘদূতঃ যাবোই ভাবছি। তা তুমিও চলোনা কেন আমাদের সাথে।
বৃষ্টি: আমি?
মেঘদূতঃ (মুচকি হেসে) রামধনূও তো যাচ্ছে আমাদের সাথে। তার সাথে তোমার ইয়ের কথা কি আমাদের জানতে বাকী আছে?
বৃষ্টি: (লজ্জা পেয়ে) একি বলছো তুমি!
মেঘদূতঃ আরে চলো চলো। লজ্জাবতী সাজতে হবে না। তোমার ঘুঙ্গুর জোড়াও নিয়ে নিয়ো। বজ্রের সাথে তোমার টুপুর টাপুর নৃত্য দেখতে ভালোই লাগবে।
(ওদিকে মেঘেদের দল শোরগোল পাকাতে শুরু করে দিয়েছে। কয়েকটা সুযোগ বুঝে পালিয়েও গিয়েছে। বৃষ্টি আর মেঘদূতের আলাপনে বিরক্ত হয়ে সমস্বরে তারা বলে উঠলো)
মেঘদলঃ তোমরা থাকো তোমাদের গান আর নৃত্য নিয়ে। আমরা চল্লাম।
মেঘদূতঃ (সচকিত হয়ে) ওই কই যাস?
মেঘদলঃ (চলে যেতে যেতে) তোমার কালিদাস মশাইকে বলে দিও সূর্যদেবতাকে প্রণাম করতে আমরা সব পূবে রওনা দিলাম।
মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুঁটি
আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি
(গাইতে গাইতে মেঘের দল দিগন্তে মিলিয়ে গেল)
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ ভোর ৬:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



