সকাল সকাল উঠে একটা ভজন শুনছিলাম। গানটা প্রায়সময় শুনা হয়। "সারে চুয়াত্তর" মুভি-র গান এটা। ঊত্তম-সুচিত্রা জুটির প্রথম মুভি এই "সারে চুয়াত্তর"। গানের কথাগুলো লক্ষ্য করবেন।
...
এই মায়া প্রপঞ্চময়।।
ভবরঙ্গ মঞ্চ মাঝে, রঙেরও নট নটবর হরি
যারে যা সাজান সে তাই সাজে
এই মায়া প্রমঞ্চময়।।
মাতৃসাজে সেজেছিস মা
করিতে স্নেহের পিনয়,
কর্মক্ষেত্রে কর্মসূত্রে আমিতো সেজেছি তনয়।
এই নাটকের এই অঙকে
স্থান পেয়েছি মা তোর অঙকে;
হয়াবো পর অঙকে, পর অঙকে পুত্র সেজে
এই মায়া প্রপঞ্চময়।।
কর্মক্ষেত্রে জীবমাত্রে মায়াসূত্রে -
সবাই গাথাঁ
কেহ পুত্র, কেহ মিত্র, কেহ ভাঝা, কেহ ভ্রাতা
কেঊ সেজে এসেছেন পিতা,
কেহ স্নেহ মণিমাতা
কত রঙের অভিনেতা
আসেন কত সাজে সেজে
এই মায়া প্রপঞ্চময়।।
যার যখন হতেছে সাঙ্গ
এই রঙ্গভূমির অভিনয়
তাপস করি বেদনা
তখন সে আর কারো নয়।
কোথা রয় প্রেয়সীর প্রণয়
পুত্র কণ্যার কাতর বিনয়
শুনেনা সে কারো অনুনয়
চলে যায় সাজসজ্যা থেকে
এই মায়া প্রপঞ্চময়।।
না হয়লে কর্মশেষ
কত যাব মা কত আসব
সঙ সেজে সংসার মাঝে
কত হাসব কত কাঁদব।
ভূষণবলে যবে আসব
মায়ামোহ তবে নাশব
মহাযোগে তবে বসব
মিশব হরির পদরজে
এই মায়া প্রপঞ্চময়।।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ ভোর ৬:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




