খাওয়া দাওয়া সেরে আয়েশ করে আরাম করতে করতে আমেরিকান আইডল দেখছিলাম। এক পর্যায়ে ব্লগে নতুন কোনো পোষ্ট আছে কিনা চেক করতে উঠে হঠাৎ বাইরে চোখ পড়তে দেখি রাতের আকাশে ইয়া বড় চাঁদ। ভাগ্নে কাছেই খেলছিল। তার বয়স এই সেদিন এক বছর পূর্ণ হলো। ভাগ্নেকে ডাকলাম কাছে আসতে। কাছে আসতেই তাকে কোলে নিয়ে জানালা দিয়ে বাইরে দেখিয়ে বললাম -
: ঐ দেখ আরেকটা মামা। ওদিকে না। বাইরে। আকাশে তাকা। ওটা হলো গিয়ে তোর চাঁদ মামা।
তার মা কাছেই ছিল। কথাটা শুনে সে হেসে উঠলো। এরপর ভাগ্নের কপালে কল্পিত টিপ পড়াতে পড়াতে "আই আই চাঁদ মামা" ছড়া কেটে শুনালাম।
হঠাৎ মনে হল, ভাগ্নে যদি এখন তার দাদা-দাদীর কাছে থাকতো কত রুপকথা, উপকথা, গল্প শুনতে পেত। এখানে সে সেগুলো থেকে বঞ্চিত হচ্ছে। ভেবে দেখলাম, হোক না ওসব রুপকথা, কল্পকাহিনী কিন্তু কল্পনার পরিধি বাড়াতে সেসবের জুড়ি নেই।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ ভোর ৬:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




