মেঘদূতঃ (হাফাঁতে হাফাঁতে) ওগো বৃষ্টি, আজ এই আনন্দের দিনে একটা গান ধরো না...
বৃষ্টিঃ আনন্দের দিন?
মেঘদূতঃ হুম, মনটা খুশিতে নাচছে। কি করব ভেবে পাচ্ছি না। তাইতো তোমার কাছে ছুটে এলাম।
বৃষ্টিঃ কিন্তু হয়েছেটা কি বলবে তো?
মেঘদূতঃ তোমার কাছে আসার সময়তো মনে হচ্ছিল গড়গড় করে সব বলে যাব কিন্তু এখন আর বলতে ইচ্ছে করছে না। হেঃ হেঃ। কারণটা থাকুক আমার হৃদয় গহীনে আর তোমার আমার এই আলাপনে।
বৃষ্টিঃ হুম
মেঘদূতঃ কই, শুনাও গান?
বৃষ্টিঃ কিন্তু আমিতো গাইতে পারিনা। আমার কাজ হলো নাচা। নাচ দেখতে চাও?
মেঘদূতঃ তবে তাই শুরূ করো। পৃথিবীবাসী আজ উপভোগ করুক মেঘ-বৃষ্টির এই লীলাখেলা
বৃষ্টিঃ (কপট রাগে) ওই লীলাখেলা কি?
মেঘদূতঃ হিঃ হিঃ ওই হলো আর কি। আরে দেরী না করে নাচটা ধরো না!
বৃষ্টিঃ তুমি গানটা ধরো তাহলে।
(মেঘদূত তার বেসুরো গলায় গান শুরু করে এবং বৃষ্টি তার রুনুঝুনু ছন্দে টুপুর টাপুর করে নৃত্য করতে থাকে)
মম চিত্তে নিতি নৃত্যে বৃষ্টি নাচে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ
(এদিকে বজ্রদেবতাও কোনফাকে এসে পড়ে গুড়ুম গুড়ুম করে তাল ঠুকতে লাগল)
তারি সঙ্গে কী মৃদঙ্গে সদা বাজে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ
...
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ ভোর ৬:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




