লগিন করে দেখলাম ব্লগ থেকে বেলুন সহ জন্মদিনের শুভেচ্ছাবার্তা।
মেসেঞ্জার খুলে বসে আছি প্রত্যাশিত সে জন যদি দেখা দেন। একটা গান শুনছি। অনেক পছন্দের একটা গান। Anya-র "May it be"। যদিও আমি যেটা শুনছি সেটি Lisa Kelly-র ভার্সান তবু হৃদয় ছুয়ে যাচ্ছে। সুরগুলো যেন স্বর্গথেকে বর্ষিত হচ্ছে।
আজ এলিভেটরে পাশের ফ্ল্যাটের কলম্বিয়ান বুড়ির সাথে দেখা। আমার মুখের হাসি দেখে যে সবচে বড় কম্পলিমেন্টটা দিয়েছিলে, "You can make money with that smile"
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ ভোর ৬:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



