পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন্ জেগে ওঠে
মন আমার মূলত দৃতীয় লাইনটার কথায় বলতে চায়ঃ
পরশু ই-মেইলে একটা মেমো পায় বসের এর কাছ থেকে। খুব অবাক হই কারণ মেইলেইতো লেখা যেতো যা বলবার। আর খুব দরকারী কিছু না থাকলে অফিসে সাধারণত এভাবে এটাস করে মেমো পাঠায় না। তার উপর আবার বসের বস এবং সে বসের বস cc করা। ব্যাপার কি? খুলে দেখি আমাকে উদ্দেশ্য করে লেখা যার সার-সংক্ষেপ হচ্ছে আমার কাজে সন্তুষ্ট হয়ে বস শুধু ধন্যবাদ এর চাইতে আরো বেশি কিছু দেবার তাগিদ অনুভব করছিল। হেন তেন কি কি করেছি উল্লেখ করে শেষে যা লিখলো তাই আমার মুখজুড়ে হাসি এনে দিল। একটা ভালো এমাউন্টের চেক
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন্ জেগে ওঠে
চেনাশোনার কোন্ বাইরে যেখানে পথ নাই নাই রে
সেখানে অকারণে যায় ছুটে
ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে
যাবে না, যাবে না--
দেয়াল যত সব গেল টুটে
বৃষ্টি-নেশা ভরা সন্ধ্যাবেলা কোন্ বলরামের আমি চেলা,
আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে--
যত মাতাল জুটে।
যা না চাইবার তাই আজি চাই গো,
যা না পাইবার তাই কোথা পাই গো।
পাব না, পাব না,
মরি অসম্ভবের পায়ে মাথা কুটে।
Click This Link
রিমিক্সঃ Click This Link
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ ভোর ৬:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




