মেঘদূতঃ
ওগো দখিনা হাওয়া
উঠিয়া লও মোরে
তোমার ঐ হাওয়ার রথে।
লইয়ে যাও মোরে
হেথা হতে বহু দূরে
দূর ঐ দিগন্তে।
বৃষ্টিঃ তারপর?
মেঘদূতঃ (হেসে) তার আর পর নেই
বৃষ্টিঃ কেন?
মেঘদূতঃ
আমি যাবো সেথায়
যেখানে যায়নিতো কেও
বৃষ্টিঃ (মিষ্টি হেসে) যদি রথ থেকে পরে যাও?
মেঘদূতঃ তবে সেখানেই হোক আমার দিনাবসান।
বৃষ্টিঃ হয়েছে! তোমার সাথে এই অর্থহীন আলাপনের কোনো মানে হয় না!
মেঘদূতঃ এখন যদি ফুল না ফোটে, রবি কিরণ না দিয়ে প্রশ্ন করে বসে এই অর্থহীন কাজগুলোর কোন মানে হয়না তখন কি হবে বলোতো? তেমনি মেঘ-বৃষ্টির এই আলাপন চলতে থাকবে যদ্দিন মেঘ থাকবে, বৃষ্টি থাকবে আর মনের দুয়ারে বইবে দখিনা হাওয়ার মিষ্টি-মধুর সুবাতাস।
আচ্ছা, তোমার ঐ গানটা মনে পড়ে?
বৃষ্টিঃ কোন গানটা?
মেঘদূতঃ ঐ যে প্রাণ খুলে দুজনে সেদিন যেটা গাইছিলামঃ
সেদিন দুজনে দুলেছিনু বনে, ফুলডোরে বাঁধা ঝুলনা।
সেই স্মৃতিটুকু কভু খনে খনে যেন জাগে মনে, ভুলো না।।
সেদিন বাতাসে ছিল তুমি জানো - আমারি মনের প্রলাপ জড়ানো,
আকাশে আকাশে আছিল ছড়ানো তোমার হাসির তুলনা।।
যেতে যেতে পথে পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগনে।
দেখা হয়েছিল তোমাতে আমাতে কী জানি কী মহা লগনে।
এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার-
বাঁধিনু যে রাখী পরানে তোমার সে রাখী খুলো না, খুলো না।।
Click This Link
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ ভোর ৬:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




