আমার বন্ধু আসিফ গানের লিঙ্কটা ফেসবুকে পোষ্ট করেছিল। অনেক দিন ধরেই খুজছিলাম এই গানটা। এখন অপ্রত্যাশীত ভাবে পেয়ে যাওয়ায় ইচ্ছে হল কথাগুলো টাইপ করে ফেলি। ফলাফল নীচে দেয়া হল। ভুলচুক হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কেননা এই প্রথম চট্টগ্রামের ভাষা টাইপ করছি।
Click This Link
আইয়োনা আইয়োনা আঁরার দেশত আইয়োনা আইয়োনা
পাহাড় আছে সাইগর আছে, মনের মইধ্যে রঙ
উসা নীসা ফত আছে, আছে মারফতী গান
অফুরান ভালোবাসা আছে তোয়ারাল্লাই ।।
আইয়োনা আইয়োনা আঁরার দেশত আইয়োনা আইয়োনা
আইয়োনা আইয়োনা তোয়াঁরা ব্যেগে আইয়োনা আইয়োনা
পতেঙ্গার ভাব আছে, উড়ু উড়ু হাওয়া
ফয়েস্ লেকে স্বপ্ন আছে, ফেরেম গরে ধাওয়া
চিমবুকে মেঘ সুয়ি যাই
ইসসা হইলে আরা ভাসি বেড়ায়
আঁরার এই দেশত
আইয়োনা আইয়োনা আঁরার দেশত আইয়োনা আইয়োনা
আইয়োনা আইয়োনা তোয়াঁরা ব্যেগে আইয়োনা আইয়োনা
কাপ্তাই এ হ্রদ আছে ফাইবা মনে মিল
রাঙ্গামাটির সুর হুনি ভরি যাইবো দিল
ফাহাড়িয়া নাস আচে ভাই
ইসসা হোইলে আরা নাসি বেড়াই
আঁরার এই দেশত
আইয়োনা আইয়োনা আঁরার দেশত আইয়োনা আইয়োনা
আইয়োনা আইয়োনা তোয়াঁরা ব্যেগে আইয়োনা আইয়োনা।।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ৭:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




