মনটা আজ খুব ভালো। বৃষ্টিকে দিয়ে নাচিয়ে নেয়ার মতো ভালো। ঠিক কি কারণে ভাল সেটি স্পষ্ট না জানলেও এটা জানি মনের বাগানে দখিনা হাওয়ার মিষ্টি মধুর সুবাতাস বইয়ে যাচ্ছে।
মম চিত্তে নিতি নৃত্য বৃষ্টি নাচে তাতা তৈতৈ তাতা তৈতৈ
চমৎকার একটা গান শুনছি। 'গগন কুসুম কুঞ্জ মাঝে' - বন্যার গাওয়া। আজ কে যেন আপলোড করেছিল (দুঃখিত নামটা মনে করতে পারছিনা)। পাওয়ার পর থেকেই শুনছি। রবীন্দ্রসঙ্গীত যে এভাবেও গাওয়া যায় জানা ছিলনা।
...
অনেক টালবাহানার পর আজ এপ্লিকেশনটা শেষ করলাম। ওয়েল ফিল-আপ করতে এতো সময় নেয় নি যতটা না নিল পার্সোনাল স্টেটমেন্ট-টা শেষ করতে। শেষে সে যদি না আশীর্বাদ (দেখে) করে দিত তবে আমার খবর-ই ছিল। খুব ফূর্তি ফুর্তি লাগছে। এখনো এডমিট যদিও হয়নি। এক এপ্লিকেশন ফিল-আপ করেই এতো আনন্দ।
এই একটু আগে ম্যসেঞ্জারে লগিন করে দেখি তার অফলাইন মেসেজ। সকাল সকাল ঘুম ভেঙ্গে গেছে বলে অনলাইন হয়েছিল...
"গহন কুসুমকুঞ্জ-মাঝে মৃদুল মধুর বংশি বাজে,
বিসরি ত্রাস লোকলাজে সজনি, আও আও লো।"
গানটা এখান থেকে শুনতে পারেন
**সেই ব্লগার ভায়া-র যদি এই পোষ্ট চোখে পরে থাকে তবে যেন দয়া করে জানান যে গানটি তিনিই পোষ্ট করেছিলেন।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ৭:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




