অভিমানী মেঘ
উদাসী হাওয়া
ঝিরিঝিরি বরিষণ
মন আজ হারাতে চাইছে। দূরে সুদূরে কোথাও। উপরের শব্দ কটি একটি কাগজে লিখে বুদ হয়ে ভাবছিলাম এতক্ষণ। থেমে থেমে বৃষ্টি হচ্ছে আজ সকাল থেকে। মনটা বড্ড বিষন্ন করে দিয়েছে। কিছুতেই মন বসছেনা। রবিঠাকুরের সেই কথাটাই থেকে থেকে মনে পড়ছেঃ
আজ মেঘলা দিনের সকালে সেই বন্দী কথাটাই মনের মধ্যে পাখা ঝাপ্টে মড়ছে। ভেতরের মানুষ বলছে আমার চিরদিনের সেই আরেকজনটি কোথায়।
এ রকম দিনের জন্যই বোধকরি কবিঠাকুর বলে গিয়েছেন -
এমনো দিনে তারে বলা যায়
এমনো ঘনঘোর বরিষায়
এমনো দিনে মন খুলা যায়
পথহারা পাখি আজ মন খুলে গাইলোই বা গান। কিন্তু হায় তার চিরদিনের সেই আরেকজনটি কোথায়?
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ৭:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




