আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না।।
আজ মনের মাঝে রঙিন আশা রঙে সাজে না।।
হায় কেমনে ভুলিবে সেদিন বল যেদিন তুমি পাশে ছিলে
ভুলিবে কেমনে সেরাত বল যেরাতে তুমি গেছ চলে
আজ তারার আকাশে নেইকো তারা
চাঁদে শুধুই অন্ধকার।
হায় কেমনে বুঝাব নিজেকে বল তুমি এখন নও আমার
নিভে গেছে আশার প্রদীপ নেইতো আলো ভালোবাসার
আমি ভালেবেসে যে সব হারালাম নেইতো কিছু আর আমার।
আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না।।
আজ মনের মাঝে রঙিন আশা রঙে সাজে না।।
Click This Link
...
শ্রাবণের মেঘগুলো ঝরো হল আকাশে
অঝরে নামবে বুঝি শ্রাবণের ঝরা এই
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় যায় হারাতে।।
কবিতার বই সবে খুলেছি
হিমেল হাওয়ায় মন ভিজেছে
জানালার পাশে চাঁপা মাধবী
বাগানবিলাসী হেনা ঝুলেছে।
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় যায় হারাতে।।
মেঘেদের যুদ্ধ শুনেছি
সিক্ত আকাশ কেঁদে চলেছে
থেমেছে হাঁসের জলকেলি
অতীতের পায়ে হাটা থেমেছে
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় যায় হারাতে।।
Click This Link
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




